শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী রৌমারীতে বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত মাধবদীতে জ্যান্ত কই মাছ গলায় ঢুকে কৃষকের মৃত্যু বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা লতিফ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন নড়াইলের কালিয়া উপজেলার শ্রীনগর গ্রামে ভ্যানচালককে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন বরিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন হাতিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত স্মৃতি কর্ণার ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

তত্ত্বাবধায়ক সরকারের অধীন ভোট চান হিরো আলম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দাবি করেছেন বহুল আলোচিত হিরো আলম। একইসাথে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে ভোটে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সদ্য সমাপ্ত উপনির্বাচনে ভোট পুনঃগণনার আবেদন জমা দেয়ার পর স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সাংবাদিকদের এ কথা বলেন।
আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, ‘আমার নির্বাচনী ফলাফল তারা (নির্বাচন কমিশন) সুষ্ঠুভাবে সম্পন্ন করেনি। সবগুলো ভোটকেন্দ্রের ফলাফল আমি জোগাড় করেছি। কিছু কেন্দ্রে আমিসহ প্রায় সব প্রার্থী অস্বাভাবিক ভোট পেয়েছেন। ওই কেন্দ্রগুলো উল্লেখ করে আমি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে ভোট পুনরায় গণনার আবেদন জমা দিয়েছি। তারা আমার আবেদন গ্রহণ করেছেন। তবে কবে আবারো ভোট পুনর্গণনা করবেন সে বিষয়ে কিছু জানাননি। যদি তারা সাড়া না দেন তাহলে আমি আদালতে যাবো।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি আমার পক্ষে কাজ করলে ভোটের দিন তারা মাঠেই থাকতো। বিএনপির কোনো লোক আমার সাথে ছিল না। এসব লোকের বানানো কথা। শুধু বিএনপির মির্জা ফখরুল স্যার নন, সারা বাংলাদেশ ও বিশ্ব আমার পক্ষে কথা বলেছে।’
হিরো আলম আরো বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম জিরো হয়ে গেছে। কিন্তু হিরো আলম কখনো জিরো হয় না। যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই জিরো হয়ে গেছে। সেতুমন্ত্রী আমাকে তাচ্ছিল্য করে কথা বলেছেন। একজন মন্ত্রী দেশের নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। তিনি কথায় কথায় বলেন- আসুন, খেলা হবে। আমি ওবায়দুল স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সাথে করতে হবে না। আমি হিরো আলমের সাথে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কিনা।’
হিরো আলম আরো বলেন, ‘খেলার জন্য নাকি উনি (ওবায়দুল কাদের) মাঠে প্লেয়ার খুঁজে পান না। আমার সাথে একটু প্রতি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিয়ে, ভোটারদের ভয় না দেখিয়ে, সুষ্ঠু ভোট দিয়ে দেখেন। উনি কেন আমাকে ছোট করে কথা বলেন। উনাকে বলবো, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে ভোট করুন, আমাকে যে আসন থেকে পরাজিত করে দেয়া হয়েছে।’ ‘আমি সুষ্ঠু নির্বাচন চাই। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করবে। সবাই নির্বিঘেœ ভোট দিতে পারবে,’ বলেন হিরো আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com