লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার কলেজ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলার শিক্ষা অফিসার উত্তম কুমার সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী ফাতেমা তুজ জোহরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ, আবু তারেক, শিক্ষক ইসমাইল হোসেন, ফারহানা আক্তার, হাসিনা মমতাজ স্বর্ণা প্রমুখ। এ সময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী চারশতাধিক শিক্ষার্থী, বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি পুরস্কার, বিভিন্ন শ্রেণিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী ও একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ২৬জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ সময় বিপুল পরিমান ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।