দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে দুই-দেশের আমদানি রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে হিলি সীমান্তের জিরো পয়েন্টে বাংলাদেশের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবানে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ঘন্টাব্যাপী বৈঠকটি হয়। এর আগে ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দলটি দেশে প্রবেশ করলে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। বৈঠকে ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি অশোক কুমার মন্ডল, সাধারন সম্পাদক দিলিপ কুমারের নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল ও বাংলাদেশের পক্ষে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন, সহ-সভাপতি শাহিনুর রেজা ও যুগ্ম সাধারন সম্পাদক জাবেদ হোসেন রাসেল এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন। বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শাহিনুর রেজা বলেন, আজ দুদেশের আমদানি রফতানিকারক ও সিআ্যন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পণ্য খালাস করে দ্রুত যেন খালি ট্রাকগুলো ভারতে ফেরত যায় সে ব্যবস্থা গ্রহন করা, প্রতিদিন সকাল সকাল বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু ও বন্দর দিয়ে পণ্য আমদানি কার্যক্রম পরিচালনা করতে দুদেশের অভ্যন্তরে বিরাজমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়।