শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::

বলদাখালি খালের উপর নির্মিত ব্রিজে অনিয়মের কারণে কাজ বন্ধ করে স্থানীয়রা

কামরুল হাসান রবি (ধোবাউড়া) ময়মনসিংহ
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ঘাগটিয়ারপাড় আছিরগঞ্জ বাজারের পাশে বলদাখালি খালের উপর দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কাজে অনিয়ম হওয়ায় কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। জানা যায়, দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের নির্মিত ৫০ফিট গার্ডার ব্রিজের বেইজ ঢালাই কাজের অনিয়ম হলে উক্ত চলমান কাজে বাধা প্রদান করে স্থানীয় লোকজন। স্থানীয়রা জানান, প্রাক্কলন ও নকশা অনুয়ায়ী বেইজ ঢালাই কাজে ২৫লিমি রড ব্যবহার না করে ২০ এবং ১৬মিলি রড ব্যবহার করার কারণে স্থানীয় লোকজন ঢালাই কাজ বন্ধ করে দেয়, মোট রড ২৫ মিলি ১৫৮পিচ ৫০ফিট লম্বা থাকার কথা থাকলেও সেখানে আছে ১৩০পিচ, আর বাকি গুলো হলো ২০ও ১৬মিলি রড দিয়ে কাজ করা হচ্ছিল। এছাড়াও প্রায় তিন টনের উপরে রড কম দেওয়া হয়েছে বলে স্থানীয় সুত্রে জানাযায়। স্থানীয় আরো বলেন,গত শুক্রবার ০৩ ফেব্রুয়ারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ বেগম শাহিন তার স্বামী কে নিয়ে ব্রিজের কাজ পরিদর্শন করেন, এবং কাজের মাপযোগ করে আসেন ৫ ফেব্রুয়ারী রবিবার ঢালাই কাজ করার জন্য ঠিকাদার কে নির্দেশ প্রদান করেন। এবিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন বলেন, কাজ এখনো শেষ হয়নি, কাজে কোনধরনের অনিয়ম হয় নাই। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাতেমা জান্নাত বলেন, অভিযোগের বিষয়টি শুনেছি বেইজের রড খুলে আবার নতুন করে কাজ করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com