সাংগঠনিক ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবী কে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। স্বাধীনতা পরবর্তী প্রজন্মের জাতীয় মঞ্চ “আমরা স্বাধীনতার সন্তান” সংগঠনের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়েছে। ৮ ফেব্রুয়ারী বুধবার বাংলাদেশ আ.লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট আইডিবি ভবন ঢাকায় স্মৃতিচারনমূলক আলোচনা সভায় আ:লীগের জাতীয় নেতাদের উপস্হিতিতে নূর নবী চেয়ারম্যান কে উক্ত সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু। তিনি বলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আওয়ামীলীগের নিবেদিতপ্রাণ, তার জীবদ্দশায় এদেশের শ্রমজীবি মেহনতী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন একজন অসাধারণ মনের মানুষ, তার মধ্যে ছিলনা কোন হিংসা-বিদ্বেষ। এক কথায় তিনি ছিলেন অসাধারণ তার কর্মজীবনের কথা বলে শেষ করা যাবেনা। সুরঞ্জিত সেনগুপ্ত একজন ক্ষণজন্মা নেতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত প্যানেল মেয়র কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ সারোয়ার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান মো.নুর নবীসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সাংগঠনিক ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মোট চারজনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।