বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন বলেছেন, বিএনপি-জামায়াত ১০ দফা দাবী আদায়ের নামে আবারও অগ্নি-সন্ত্রাস-জ্বালাও পোড়াও করতে মাঠে নেমেছে। তারা দাবী আদায়ের নামে পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় আর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দিতে চায়। তাই দেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি- জামায়াতের সকল ধরনের সন্ত্রাস-নৈরাজ্য শক্তহাতে প্রতিহত করবে। শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ২টায় লোহাগাড়ার বটতলী মোটর ষ্টেশনে লোহাগাড়া সদর ও আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ১০ দফা দাবী আদায়ের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ শান্তি সমাবেশ আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা আবছার উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, এরশাদুল হক চৌধুরী ভেট্রু, যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, মাষ্টার মো: মিয়া ফারুক, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এম. কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ বেঙ্গল, উপ-দপ্তর সম্পাদক এম.এস মামুন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য এস. এম আব্দুল জব্বার, আলহাজ্ব মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, মোরশেদ আলম চৌধুরী, নুরুল আবছার, হারুনুর রশিদ রাসু, কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক মিয়া, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান দুলাল, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, আমিরাবাদ ইউনিয়ন আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা তাঁতী লীগের সভাপতি নাছির উদ্দীন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।