শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::

সাংবাদিক দুলাল হাসাইনর স্মরণ সভা

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

জামালপুর প্রসক্লাবর সাবেক সাধারন সম্পাদক প্রয়াত সাংবাদিক দুলাল হোসাইনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়ছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় জামালপুর প্রেসক্লাবের মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবর সভাপতি হাফিজ রায়হান সাদা এর সভাপতিত্ব অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাজাফ্ফর হোসন সিআইপি।প্রেসক্লাবর সাধারন সম্পাদক লুৎফর রহমানর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ ছানায়ার হোসেন ছানু, এফবিসিসিআইয়র পরিচালক, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসন। বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, সাংবাদিক বজলুর রহমান, মাস্তফা মনজু ও মরহুম সাংবাদিক দুলাল হাসাইনর ছেলে সাংবাদিক সাইমুম সাবির শাভন। এসময় প্রেসক্লাবের বিভিন প্রিট,ইলকট্রনিক্স ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা উপস্তি ছিলেন।বক্তারা মরহুম সাংবাদিক দুলাল হাসাইনের ব্যক্তিগত ও কর্মময় জীবনে নিয়ে নানা দিক তুলেধরে বক্তব্য রাখেন ।পর সাংবাদিক মরহুম দুলাল হাসাইনের বিদ্রোহী আত্মার মাগফরাত কামনা করে দোয়া করা হয়।মরহুম দুলাল হাসাইন ১৯৮২ সাল পাক্ষিক জামালপুর প্রবাহ পত্রিকায় লেখালেখির কাজ শুরু করন। তিনি ২০০০ সালে থেকে মত্যুর আগ মুহুর্ত পর্যÍন্ত দেনিক ভারর কাগজ স্টাফ রিপার্টার এবং ইনডিপন্ডন টিভিত কর্মরত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com