শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::

শুটিংয়ের সময় স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতীয় জনপ্রিয় ‘সাথী’ ধারাবাহিকের অভিনেত্রী অনুমিতা দত্ত। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী অনুমিতা। ‘সাথী’ ধারাবাহিকে বৃষ্টি চরিত্রে অভিনয় করেন তিনি। গত একমাস আগে আচমকাই সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তবে একমাস চিকিৎসার পর ফের সেটে ফিরেছেন তিনি। অভিনেত্রীর কথা অনুযায়ী মানসিক শক্তির জোরেই শারীরিক অসুস্থতাকে হার মানিয়েছেন অনুমিতা। অসুস্থতা নিয়ে তিনি তার কাজ চালিয়ে যেতেন। গত তিন মাস ধরে জ্বরে ভুগছিলেন অভিনেত্রী অনুমিতা। কিন্তু সেই জ্বর পাত্তা না দিয়েই শুটিং করছিলেন তিনি। কিন্তু আচমকাই একদিন শুট করার মাঝেই অসুস্থ হয়ে পড়েন। হৃদস্পন্দন বেড়ে যায় অভিনেত্রীর। এমনকি রক্তচাপের সমস্যাও দেখা দেয়। সেট থেকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল থেকে চিকিৎসক জানান যে, অনুমিতার মাইল্ড স্ট্রোক হয়েছে। পাশাপাশি চিকিৎসক বলেন যে, পুরো শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে তার। নিউমোনিয়ায়ও আক্রান্ত হন অভিনেত্রী। এরপর প্রায় একমাস বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
উল্লেখ্য, অনুমিতা অভিনীত ‘সাথী’ ধারাবাহিকটি সান বাংলা চ্যানেলে প্রচার হচ্ছে। ধারাবাহিকটি এরই মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com