বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত ভ্যান-ঠেলাগাড়ি দিয়ে এইচএসসি কেন্দ্রে পরীক্ষার্থীরা বরিশালে নদীতে চলছে ‘বিমান’ বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিলসহ চালক গ্রেফতার কিডনি বিকল হতে যাওয়া রিকশাচালক সিরাজুলকে বাঁচাতে সাহায্যের আবেদন ডোমারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)’র বিদায় সংবর্ধনা নেত্রকোণা জেলা প্রশাসক পেলেন শুদ্ধাচার পুরস্কার বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালের ১০ লিফটের ৮টিই অচল মাদারগঞ্জে বিক্ষোভ ও হরতাল ঘোষণা : চেয়ারে বসার একদিন আগে উপজেলা চেয়ারম্যান কারাগারে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সংলাপ উপলক্ষে প্রস্তুতি সভা দুর্গাপুরে বঙ্গববন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

কালিয়াকৈরে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনদের সাথে পহেলা ফাল্গুন ও প্রিয়জনকে উপহার দিতে ফুলের দোকানে ফুল কিনতে শিক্ষার্থী সহ নানান বয়সী মানুষের উপড়ে পড়া ভীড়। আজ পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, পাচ্ছেন তো সেই গন্ধ? কতশত ফুল যে ফুটে আছে এখন, বন সেজেছে, মনও সেজেছে, বুকের ভেতরটা সেজেছে, টের পাচ্ছেন নিশ্চয়, চঞ্চল হয়েছে চিত্র, মন যেন আকুলি-বিকুলি করেছে, কি চাই যেন মন, কারে যেন খুঁজে বেড়ায়, ভুলে যাওয়া স্মৃতি পুরোনো হাহাকার ফেলে রেখে নতুন ভালোবাসার এ যেন এক নতুন অধ্যায়। এই বসন্তে কাছে সে দূরে জলে স্থলে মাঠে ঘাটে, নদীর তীরে, হাট-বাজারে, চিত্ত বিনোদন কেন্দ্রে, বাজায় বাঁশি ভালোবাসি/ভালোবাসি। প্রকৃতিতে নতুন পাতায় আগমন ও পাখির গানে আবারো ফিরে এলো ঋতুরাজ বসন্ত। গাছে গাছে ফুটেছে পলাশ, কৃষ্ণচূড়া শিমুল। সেই পলাশের রঙে বসন্তের আগমনী দমকা হাওয়ায় গভীর আবেগে তরুণ-তরুণীরা উঠবে বসন্ত এসে গেছে। বাসন্তী রঙের সে যে তার মত কুহু কুহু ডাকে রাঙ্গিয়ে তুলছে কালিয়াকৈর উপজেলা। পহেলা ফাল্গুনের পাশাপাশি আজ উদযাপিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এই ভালোবাসার ফাগুন দিনে অনেকেই চিনে নেবে তাদের প্রিয় ভালোবাসার মানুষকে। তেমনি আজ এই ভালোবাসা দিবসে রং বেরঙের ফুলে বসন্তের সাজে কালিয়াকৈরের সুমা ও প্রদীপ কুমার সরকার বলেন, ভালবেসে গত সপ্তাহে আমরা বিয়ে করছি, তাই এই পয়লা ফাল্গুনে বসন্তের সাজে ফুল দিয়ে একজন আরেকজনের সাথে আনন্দ ও ভালোবাসায় ভাগাভাগি করছি। হামিদা ইসলাম জানান, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে, তাই বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করতে আসছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com