গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান গতকাল পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান। জেলা প্রশাসক ইউনিয়ন ভবন এবং রাস্তা পরিদর্শন কালে পরিষদের যাতায়াতের রাস্তা পুনঃনির্মাণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুকে পরামর্শ প্রদান করেন। এসময় তিনি রাস্তাটি নির্মাণে নিজেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি গ্রাম পুলিশদের সাক্ষাৎকার গ্রহণ কালে বলেন, জন্ম মৃত্যুর তথ্যাদি যথাসময়ে ইউনিয়ন পরিষদে প্রেরণের নির্দেশ প্রদান করেন। তিনি মাদকমুক্ত ও বাল্যবিবাহ নিরোধে কাজ করার জন্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার জন্য বলেন। জেলা প্রশাসক ইউনিয়নটির কার্যক্রম সমূহের মাঝে যথাযথ ভাবে আইন-কানুন মেনে গ্রাম আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। তিনি জন্ম নিবন্ধন সঠিক ভাবে প্রদান করার জন্য ইউপি সচিবকে নির্দেশ প্রদান করেন। তিনি সরকারি নিয়মনীতি মোতাবেক এলাকার উন্নয়নমূলক কাজ জন্য ইউপি চেয়ারম্যান, সচিব, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ইউপি সদস্যদের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং সদস্যাবৃন্দ। জেলা প্রশাসক হোসেনপুর ইউনিয়ন পরিষদের সকল প্রকার কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এরপূর্বে জেলা প্রশাসক পলাশবাড়ী থানা, উপজেলা ভূমি অফিস ও হোসেনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।