ফেনীর দাগনভুঞা উপজেলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাব একাংশের সভাপতি জসিম মাহমুদ। বঙ্গবন্ধু ফাউন্ডেশন দাগনভুঞা উপজেলার আহবায়ক আবুল কায়েশ রিপনের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির ফেনী জেলার ভারপ্রাপ্ত সভাপতি কাজী সালাহ উদ্দিন নোমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম ইউছুফ আলী, ফেনী প্রেসক্লাবের প্রচার সম্পাদক মিজানুর রহমান ও সংগঠনটির ফেনী জেলা শাখার প্রচার সম্পাদক সোহাগ আহম্মদ এবং সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভা শেষে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে সদর ইউনিয়নে মোহাম্মদ সোহেলকে আহ্বায়ক ও মোহাম্মদ রাব্বিকে সদস্য সচিব,জায়লস্করে নুরুল আফছারকে আহ্বায়ক ও গিয়াস উদ্দিন চৌধুরীকে সদস্য সচিব, সিন্দুরপুরে সুবল চন্দ্র ভৌমিককে আহ্বায়ক ও দিদারুল আলম সোহেলকে সদস্য সচিব,পূর্ব চন্দ্রপুরে এফ আই শাকিলকে আহ্বায়ক ও ইসমাঈল হোসেন কে সদস্য সচিব করে প্রতি ইউনিয়নে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। বাকী ৪টি ইউনিয়নে ৪ জনকে আহ্বায়ক করে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়। সভায় বক্তাগন বঙ্গবন্ধু জীবন ও কর্মের উপর আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর মত নিলোর্ভ জীবন যাপনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান।