শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি

খবরপত্র প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

৭১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
সাবেক প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার সু-চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবি জানিয়েছেন দেশের ৭১ জন বিশিষ্ট নাগরিক।
গতকাল মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে নাগরিকগণ বলেন, ‘মিথ্যা-বানোয়াট মামলায় সরকারের হয়রানির শিকার হয়ে বেগম জিয়া দীর্ঘদিন ধরে বন্দী জীবন-যাপন করার ফলে নানাবিধ স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত যা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। ৭৯ বছর বয়সী বেগম জিয়ার মেডিক্যাল টিম জানিয়েছেন, তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় যে ধরনের চিকিৎসা হওয়া প্রয়োজন তা দেশে সম্ভব নয়। মেডিক্যাল বোর্ড ইতোমধ্যে একাধিকবার পরামর্শ দিয়েছেন যে, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে ‘অ্যাডভান্সড সেন্টার’-এ নিয়ে চিকিৎসা দেয়া জরুরি।’ তারা আরো বলেন, ‘দেশের সর্বজন শ্রদ্ধেয় এই জনপ্রিয় নেত্রীর জীবনের এই সঙ্কটকালে আমরা সরকারের কাছে বিশেষ আবেদন জানাচ্ছি, সম্পূর্ণ মানবিক কারণে অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন।’
বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, কবি আল-মুজাহেদী, প্রফেসর ড. দিলারা চৌধুরী, প্রফেসর ড. আ ফ ম ইউসুফ হায়দার চৌধুরী, প্রফেসর এম রফিকুল ইসলাম, কবি আবদুল হাই শিকদার, এরশাদ মজুমদার, রুহুল আমিন গাজী, এলাহী নেওয়াজ খান, প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, প্রফেসর ড. সদরুল আমীন, অ্যাডভোকেট মো: আবুল কাসেম, প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকী, কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমেদ, আলমগীর মহিউদ্দিন, প্রফেসর ড. ওবায়দুল ইসলাম (ঢাবি), প্রফেসর ড. মোহা. এনামুল হক (রাবি), ডা. ওয়াসিম হোসেন, প্রফেসর ড. লুৎফর রহমান (ঢাবি), প্রফেসর ড. ইয়ারুল কবীর (ঢাবি), প্রফেসর ড. ফজলুল হক (বাকৃবি), প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খান (ঢাবি), প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান (জাবি) প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ (রাবি), প্রফেসর ড. মীর্জা গোলাম হাফিজ কেনেডী (বাকৃবি), প্রফেসর ড. শামছুল আলম (জাবি) প্রফেসর ড. আল মোজাদ্দেদ আলফ সানী (ঢাবি), প্রফেসর ড. তোজাম্মেল হোসেন (ইবি), আমিরুল ইসলাম কাগজী, মোহাম্মদ শহীদুল ইসলাম, খুরশীদ আলম, কবি হাসান হাফিজ, কবি জাহাঙ্গীর ফিরোজ, প্রফেসর ড. নছরুল কাদের (চবি), প্রফেসর ড. রেজাউল করিম (খুবি), প্রফেসর ড. সাজেদুল করিম (শাবিপ্রবি), অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক (রুয়েট), প্রফেসর ড. দিল আরা হোসেন (রাবি), প্রফেসর ড. মোজাম্মেল হক (শাবিপ্রবি), প্রফেসর ড. নূর মহল বেগম (শেকৃবি) প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com