মির্জা ফখরুল বলেন, ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে। তবে দেশের পরিস্থিতি এখন অনেক শান্ত। জনগণ শিগগিরই নির্বাচনের মাধ্যমে নিজেদের সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দমন-পীড়ন চালিয়ে দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। এখন সেই দস্যুরা পালিয়ে গেছে তাই দেশে শান্তি ফিরেছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করা হয়। এটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে। তবে দেশের পরিস্থিতি এখন অনেক শান্ত। জনগণ শিগগিরই নির্বাচনের মাধ্যমে নিজেদের সরকার প্রতিষ্ঠা করবে। খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় ৬ বছর জেল খেটেছেন। তাকে স্যাঁতসেঁতে একটি ছোট ঘরে রাখা হয়েছিল, যেখানে ঠিকমতো ঘুমানোর সুযোগও ছিল না। এত কষ্টের পরও তিনি মাথা নত করেননি। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।’ ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস আমাদের জাতির গর্ব। তিনি নোবেল বিজয়ী এবং দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগের লোকেরা এখন আর মানুষের ওপর অত্যাচার করতে পারছে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে। জনগণ তাদের ওপর আস্থা হারিয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু। এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুবদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকার, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল এবং ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন।