শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

চৌগাছায় ইরি ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা অর্জিত হয়নি

জাহাঙ্গীর আলম, চৌগাছা (যশোর):
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

চৌগাছা উপজেলায় ইরি ধান উৎপাদনের উপযোগী মাটি থাকলেও এবার লক্ষ্য মাত্রা অর্জন করতে পারিনি চৌগাছা উপজেলা কৃষি অফিস। অধিক জমিতে ভুট্টা, গম,কুল চাষ, করাই প্রধান খাদ্যশস্য ইরি ধান উৎপাদনের ক্ষেত্রে লক্ষ্য মাত্রায় পৌঁছাতে সম্ভব হয়নি বলে জানান চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছে চাষীরা। গত মৌসুমের চেয়ে এবার ইরি ধানের চাষ কম হওয়ায়, মিল মালিকরাও চাল উৎপাদন কম হবে বলে আশংকা করছেন । রোগ বালাই কম হলে,এবং আবহাওয়া অনুকূলে থাকলে ইরি ধানের বাম্পার ফলন হবে বলে মনে করেন চৌগাছার কৃষক ও কৃষি অফিস। উপজেলার সকল এলাকার মাটিতে ধান চাষ হলেও বিশেষ ভাবে ৪ ইউনিয়নের মাটি বেশি উপযোগী। সুখপুকুরিয়া, পাশাপোল, ফুলসারা এবং স্বরুপদাহ ইউনিয়ন। চৌগাছা কৃষি অফিস উন্নয়ন বিভাগ থেকে কৃষি উপসহকারি রাশেদুল ইসলাম জানান, এই অর্থবছরে উপজেলায় ইরি ধান চাষের লক্ষ্য মাত্রা ছিল ১৮৩০০ হেক্টর। চাষকরা হয়েছে ১৮২৪০ হেক্টর জমিতে। যা আমাদের লক্ষ্য মাত্রা থেকে ৬০ হেক্টর জমিতে কম চাষ হয়েছে। এদিকে চুটারহুদা গ্রামের বড় চাষী মোঃ জামাল উদ্দিন ও ইব্রাহিম খলিল বলেন, তেল, সার ও কিটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের উৎপাদন খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে, ফলে কৃষক অন্য চাষে লাভজনক চিন্তা করে ধান চাষ কমিয়ে দিচ্ছে। এখন সরকার যদি শর্ত শীথিল করে সেচ ব্যাবস্থার জন্য মটরের লাইসেন্স সহজ করে দেয়, এবং সার, কিটনাশকের দাম কমিয়ে দেয় তাহলে আবার কৃষক ধান চাষে ঝুকে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, কৃষি বান্ধব উপজেলা গড়তে কৃষকদের প্রশিক্ষণ, ও সার্বিক সহোযোগিতার বিকল্প নেই। আর আমরা এটা চেষ্টা করব। উপজেলা কৃষি অফিসার বলেন, উপজেলায় লক্ষ্য মাত্রা অর্জনে কৃষকের আগ্রহ পরিশ্রম আমাদেরকে সহযোগিতাহ করবে। এজন্য আমাদেরকে কৃষকদের সাথেও মতবিনিময় করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com