টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধনবাড়ী উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন এই মত বিনিময় সভার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, সভার মধ্যবণি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলার নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। মতবিনিময় সভায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আসলাম হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহা ফাতেহা তাকলিমা, ধনবাড়ী পৌর মেয়র মনিরুজ্জামান বকল, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলী প্রমূখ। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, আমরা জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি আপনি যত বড় অফিসার বা রাজনিতিবিদ হই না কেন দিন শেষে আমরা মানুষ। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের উচিত তার পাশে থাকা তাহলেই ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব হবে। আমরা কাজ করতে চাই তবে সরকারি স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়। ধনবাড়ী উপজেলার জনপ্রতিনিধিদের উদ্দেশ্য তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা এবং যাবতীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।