বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মার্কিন নতুন প্রশাসনের সাথে আগের মতোই সম্পর্ক বিদ্যমান থাকবে এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সম্পর্কের অবনতি নয়, বরং তা আরো বৃদ্ধি পাবে। গতকাল বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সাথে খেলাফত মজলিসের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা সম্পন্ন করে নির্বাচন দেয়া উচিত।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। তাই আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঐক্যবদ্ধ আন্দোলনের শরীক দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে।
ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর জোট ইস্যুতে নজরুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যাদের মতের মিল আছে, তারা জোট করে একত্রে রাজনীতি করতেই পারেন। জোট করা রাজনৈতিক অধিকার; এটা নিয়ে বিএনপি চিন্তিত নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট পালিয়েছে, তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ বাকি আছে। এবার গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে। এক ঘণ্টার অধিক সময়ব্যাপী অনুষ্ঠিত বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খেলাফত মজলিসের আমির আবদুল বাছিত আজাদ, মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর আহমদ আলী কাসেমী,খেলাফত মজলিসের নেতা আমিনুল ইসলাম ফিরোজ বৈঠকে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com