শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

ঐশী ও ইয়াশ অভিনীত ‘আদম’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্প নিয়ে নির্মিত ‘আদম’। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার জুটি বেঁধেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণ। মুক্তি সামনে রেখে এর প্রথম পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। আদমের ট্যাগ লাইন ‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান।’ সিনেমাটির পোস্টারেও স্পষ্টভাবে লেখা রয়েছে এটি। এ সিনেমার মুক্তি নিয়ে আবু তাওহীদ হিরণ বলেন, ‘আদমের যাবতীয় কাজ শেষ। এরই মধ্যে সেন্সর বোর্ড থেকে সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। সবকিছু গুছিয়ে অচিরে এটি মুক্তি দেয়া হবে।’
এর গল্প নিয়ে পরিচালক বলেন, ‘মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে আদম। জঙ্গল, সমুদ্র, গ্রাম সবকিছু মিলিয়ে ৫১ দিন শুটিং করা হয়েছে। আদম এমন একটি জাতি, যাদের স্বজাতি ছাড়া অন্য কোনো শত্রু নেই। এ বহুরূপী আদম জাতির মধ্যে রয়েছে আলাদা ধরনের কিছু আদম, যারা অন্যের জন্য নিজেকে উজাড় করে দেয়। আবার এ জাতির মধ্যেই কিছু রয়েছে, যারা নিজের প্রয়োজনে অন্যের সবকিছু কেড়ে নেয়। আমার ভাষায় বলতে গেলে আদম থেকে আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান। আদমের এমন বিচিত্র রূপ নিয়ে নির্মিত হয়েছে আমাদের এ সিনেমা।’
সিনেমাটি সম্পর্কে জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘আদমে কাজের অভিজ্ঞতা আমার জন্য খুবই মজার ছিল। সব শিল্পী চান চরিত্র ও অভিনয়ে বৈচিত্র্য আনতে। এটা আমার বৈচিত্র্যময় কাজগুলোর একটি।’ চলতি বছর এ অভিনেত্রী সূচনা করেছিলেন ব্ল্যাক ওয়ার দিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। অন্যদিকে পরাণের পর আদম দিয়ে বড় পর্দায় হাজির হচ্ছে এ সময়ের ব্যস্ত তারকা ইয়াশ রোহান। সিনেমাটি নিয়ে তিনি বলেন, এ রকম গল্প নিয়ে এর আগে আমার কোনো সিনেমা করা হয়নি। এই প্রথম সাহস করে করা। আমরা এত কষ্ট করেছি সিনেমাকে ভালোবাসি বলে। দর্শকও ভালো সিনেমা দেখতে চান। আমার বিশ্বাস, যদি ভালো হয়, দর্শক এর মূল্য দেবেন।
ইয়াশ ও ঐশী ছাড়া এতে আরো অভিনয় করেছেন রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য ও রাইসুল ইসলাম আসাদ। মাসুদ পারভেজের সংলাপ ও আবু তাওহীদ হিরণের রচনা ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন তামিম হোসেন। ২০১৮ সালের শেষের দিকে মোংলা, সুন্দরবন ময়মনসিংহ, জামালপুর ও কুয়াকাটা এলাকায় হয়েছিল সিনেমাটির শুটিং। গত নভেম্বরে বিনা কর্তনে সেন্সরের ছাড়পত্র পেয়েছে আদম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com