শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

এখনও হয়নি শিক্ষক নিয়োগ ক্লাশরুম সংকটের মাঝেই ববিতে নতুন বিভাগ

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩

নয় হাজারেরও অধিক শিক্ষার্থীর অনুপাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রয়েছে শিক্ষক স্বল্পতা। একজন অধ্যাপক, ৩৫ জন সহযোগী অধ্যাপক ছাড়া বাকী সব পদই শূন্য। নেই উপ-উপাচার্য, ¯’ায়ী রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রক, ট্রেজারারসহ পাঁচটি অনুষদের ডিন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গ্রন্থাগারে নেই পর্যাপ্ত বই। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে ৯১০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ১৯৯ জন শিক্ষক, ১১৬ জন কর্মকর্তা এবং ১৪৪ জন কর্মচারীর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বর্তমান শিক্ষার্থীদের থাকার জন্য ছেলেদের জন্য দুটি ও মেয়েদের দুটি আবাসিক হল রয়েছে। এ হলগুলোতে এক হাজার শিক্ষার্থী থাকতে পারলেও বাকিদের বাহিরে মেসে থাকতে হচ্ছে। এজন্য শিক্ষার্থীদের ব্যয় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে নিরাপত্তাহীনতা। প্রায়ই গণপরিবহন কিংবা ছোট যানের শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের ভাড়া নিয়ে হামলার ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের শিক্ষার্থীদের সংকুলানের পর্যাপ্ত জায়গা নেই। সববিভাগের জন্য পূর্ণাঙ্গ শ্রেণীকক্ষ না থাকায় অনেক বিভাগকেই কক্ষ ভাগাভাগি করে পাঠদানের কাজ সম্পন্ন করতে হয়। এরই মাঝেই সমাজকর্ম নামে নতুন একটি বিভাগ চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে শিক্ষার্থী ভর্তির জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ববি’র নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক ছিলেন। সে কারণে তারই আগ্রহে নতুন এ বিভাগ ¯’াপনের জন্য অনুমোদন দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সূত্রমতে, এ বিভাগে চুক্তিভিত্তিক তিনজন শিক্ষকসহ মোট ছয়জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কথা থাকলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। এমনকি ২০২১-২২ শিক্ষাবর্ষের গু”ছ ভর্তি পরীক্ষার সার্কুলারে সমাজকর্ম বিভাগের নামও উল্লেখ ছিলোনা। এ পরীক্ষায় বিষয় নির্বাচনের জন্য সময় নির্ধারিত ছিলো গত বছরের ১৭ থেকে ২৭ অক্টোবর। সে ফরমেও ছিলোনা সমাজকর্ম বিভাগের নাম। সূত্রে আরও জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম। বিভিন্ন বিভাগে ক্লাস করতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে সমাজকর্ম বিভাগে ৩০ আসনে শিক্ষার্থী ভর্তির জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ও সমাজকর্ম বিভাগে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় নির্বাচন ফরম পূরণের সময় সমাজকর্ম বিভাগের অনুমোদন হয়নি। যেকারণে তখন এ বিভাগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও বলেন, যেহেতু চয়েস ফরম পূরণের নির্ধারিত তারিখ শেষ হয়েছে এবং সে তালিকা থেকে ভর্তি কার্যক্রম প্রায় শেষ, তাই নতুন এ বিভাগের জন্য শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, এ বিভাগে এখন পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেওয়া না হলেও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অসীম কুমার নন্দীকে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। অসীম কুমার নন্দী সমাজকর্ম বিভাগের নিজস্ব শ্রেণীকক্ষ বা শিক্ষক এখন পর্যন্ত নেই জানিয়ে বলেন, শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তবে কবে নাগাদ শিক্ষক নিয়োগ হবে, সে বিষয় নিয়ে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করেছে তা আমার জানা নেই। তিনি আরও বলেন, কেবলই বিভাগ শুরু হয়েছে। সামনে হয়তো শিক্ষক নিয়োগ করা হবে। ববি’র নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, মূলত উপাচার্যের আগ্রহের কারণেই নতুন বিভাগ খোলাসহ যাবতীয় কর্মকান্ড পরিচালিত হচ্ছে। তবে উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের সাথে যোগাযোগ করা হলেও নতুন বিভাগ নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বলেন, নিয়মানুযায়ী নতুন এ বিভাগের সার্কুলার হওয়ার কথা আগামী বছর ভর্তি পরীক্ষার সময়। কারণ ২০২১-২২ শিক্ষাবর্ষের যে গুচ্ছ পরীক্ষা থেকে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে সে সময় সমাজকর্ম বিভাগের অনুমোদন হয়নি। এ বিভাগের কোনো অস্তিত্বই ছিলোনা। তাছাড়া নতুন বিভাগের জন্য এখন পর্যন্ত কোনো শিক্ষকও নিয়োগ হয়নি। তাহলে কীভাবে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তা আমার বোধগ্যম নয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com