শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

এবার বার্সায় বিধ্বস্ত রিয়াল বেতিস

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

রিয়াল মাদ্রিদের পর এবার বার্সালোনায় বিধ্বস্ত রিয়াল বেতিস। এবার লেভানডফস্কিরা গোল বন্যায় ভাসিয়েছে তাদের। একই সাথে কোপা দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল। বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে কোপা দলের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল বেতিস। যেখানে কাতালানদের জয় ৫-১ গোলে। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের জালেও ৫ গোল দিয়েছিল তারা।
ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় বার্সা। ওলমোর পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান গাভি। তবে গোলের পর উদযাপন করেননি তিনি। কেননা বেতিসের যুব একাডেমি থেকেই বার্সায় আসেন গাভি। ৯ম মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। ওলমোর জোরাল শট ঝাঁপিয়ে এক হাতে ঠেকান বেতিস গোলরক্ষক। ২০তম মিনিটে ওলমোর আরেকটি শট পোস্টে লাগে। ২৭ মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে জুলস কুন্দে ব্যবধান ২-০ করেন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ও বিরতির পর ৫৫ মিনিটে অফসাইডের কারণে টানা দু’বার বার্সেলোনার গোল বাতিল হয়।
তবে ৫৬ মিনিটেই রাফিনিয়া ব্যবধান বাড়ান। ৬৪তম মিনিটে রাফিনিয়ার বদলি নামার পরই স্কোর লাইন ৪-০ করেন ফেররান তরেস। ওলমোর পাস থেকে গোল করেন তিনি। ৭৫তম মিনিটে গোলের দেখা পান ইয়ামাল। ফের্মিন লোপেসের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ১৭ বছর বয়সী উইঙ্গার।
নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে সফল স্পট-কিকে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোকো। বার্সেলোনার ডি বক্সে রদ্রিগেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল বেতিস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com