শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

মেডিকেলে পরীক্ষার্থী কমার কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় এবার যোগ্যতার শর্ত বাড়ানোয় পরীক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৪ হাজার কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে জিপিএ-৮ পেলে মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যেতো। এবার জিপিএ বাড়ানো হয়েছে। যাদের জিপিএ-৯ ছিল তারা আবেদন করতে পেরেছেন। যে কারণে পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সারাদেশে পরীক্ষা হওয়ায় এবার প্রশ্নপত্রের সঙ্গে ট্র্যাকিং ডিভাইস যুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর ফলে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, এ বছর ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৫৬ শতাংশ মেয়ে।
মন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষার্থী বন্ধু এবং অভিভাবকদের অনুরোধ করবো তারা যেন হুজুগে কান না দেন। রিউমারে কান না দিয়ে যদি তারা ভালোভাবে পড়াশোনা করে তাহলে ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার বিশ্বাস। অতিদ্রুত আমরা রেজাল্ট প্রকাশ করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com