বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

বিরামপুরে গমের আবাদ বেড়েছে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩

বিরামপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ বিভাগের প্রণোদনা সহায়তার সার-বীজ ও সার্বিক পরামর্শে কৃষকরা এবার লক্ষ্যমাত্রার অধিক জমিতে গমের চাষ করেছেন। গমের বাড়ন্ত খেত দেখে চাষীরা আশান্বিত হয়ে ওঠেছেন এবং তারা ভালো ফলনের প্রত্যাশা করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, গমের আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে এবার বিরামপুর উপজেলার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া গমের আবাদ লাভজনক হওয়ায় অন্যান্য চাষীরা নিজ উদ্যোগেও অনেক জমিতে গমের আবাদ করেছেন। নয়াপাড়া গ্রামের কৃষক রাসেল ম-ল জানান, বাজারে গমের অধিক দামের কারণে গম চাষ অন্য ফসলের তুলনায় লাভজনক। তিনি নিজে এক বিঘা জমিতে গমের চাষ করেছেন। এবার অনুকুল আবহাওয়া ও কৃষি বিভাগের মাঠ কর্মকর্তাদের নিবিড় পরামর্শে আবাদ বেশ ভালো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান, এবার উপজেলায় ১২৭ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও কৃষকরা ১৩০ হেক্টর জমিতে গমের আবাদ করেছেন। কৃষি বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ কৃষকদের নিবিড় পরামর্শ দিয়ে যাচ্ছেন। অনুকুল আবহাওয়া থাকলে এবার উপজেলায় গমের ভালো ফলন হতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com