জাহাঙ্গীর আলম, চৌগাছা ( যশোর ): চৌগাছা উপজেলা চত্বরে এক আনন্দঘন উৎসব মুখর পরিবেশে ৩ দিন ব্যাপী খেজুরের গুড়ের মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি ১৫,১৬ এবং ১৭ ই জানুয়ারি ২৫ পর্যন্ত, তিনদিন ব্যাপী চলবে। মেলাটি উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
গতকাল বুধবার (১৫ই জানুয়ারী) সকাল ১১টায় চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে যশোর জেলা প্রশাসক মেলাটির ফিতে কেঁটে, বেলুন উড়ানোর মাধ্যমে মেলার উদ্বোধন ঘোষনা করেন।
এরপর তিনি মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। মেলায় আসা সবার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসমিন জাহান, চৌগাছা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) কামাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামাতের সেক্রটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহাম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন,উপজেলা বিএনপির সেক্রেটারি মাসুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলার কর্মকতা কর্মচারিবৃন্দ, বিভিন্ন রাজনৈতক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক,শিক্ষার্থী , সাংবাদিক গাছিবৃন্দ সহ আরো অনেকে।