বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
শূরা বৈঠক ডেকে আজাদী বাজার মাদ্রাসায় ডুকতেই পারেননি হেফাজত আমীর ধনবাড়ীতে ছেলে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে মার্শাল আর্ট প্রশিক্ষণ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে সরকারী করণের দাবিতে স্মারকলিপি প্রদান বেনাপোল বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা কাপাসিয়ায় তারুণ্যের উৎসব টিউলিপের পদ্যতাগ : এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কতিপয় ব্যক্তির অনৈতিক সুবিধা গ্রহণের কারণে ধুঁকছে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের শিক্ষা কার্যক্রম সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা মেয়াদ বাড়লো ৬ কমিশনের, ফেব্রুয়ারির শুরুতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা কিশোরগঞ্জে আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

শূরা বৈঠক ডেকে আজাদী বাজার মাদ্রাসায় ডুকতেই পারেননি হেফাজত আমীর

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়ির আল জামেয়াতুল ইসলামিয়া আজাদী বাজার মাদ্রাসায় শুরা কমিটির বৈঠক দিলেও উত্তেজিত এলাকাবাসীর তোপের মুখে মাদরাসায় যেতেই পারেননি হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। এর আগে সূরা বৈঠককে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্র এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরের দিকে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর মাদ্রাসায় আসার খবরে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী র‌্যাব পুলিশ ও ডিবির বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে উপস্থিত হোন। বিকেলের দিকে এলাকাবাসী ও মাদ্রাসা ছাত্রদেরদের মুহুর্মুহু শ্লোগানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। এর আগে অর্থ আত্বসাতের অভিযোগে এলাকাবাসীর তোপের মুখে হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর মেয়ের জামাতা মাওলানা হাবিবুল্লাহ আজাদীকে বহিস্কার করে নির্বাহী পরিচালকের দায়িত্ব দেওয়া হয় মাদরাসার প্রবীন আলেম মাওলানা জাফর উল্লাহকে। মাওলানা জাফর উল্লাহর তত্ববধানে মাদরাসা সুচারুরূপে পরিচালিত হলেও বহিস্কৃত মাওলানা হাবিবুল্লাহ আজাদী ৫ আগষ্ট সরকারের পট পরিবর্তণ হলে আবার পুণরায় মুহতামিম পদ ভাগিয়ে নিতে মরিয়া হয়ে উঠে। এর প্রতিবাদে বেশ কবার সংবাদ সম্মেলন করেন এলাকাবাসীসহ মাদরাসার ছাত্র-শিক্ষক। সর্বশেষ গতকাল ১৫ জানুয়ারী শুরা কমিটির বৈঠক ডাকেন হেফজাতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এলাকাবাসীকে বাদ দিয়ে একপক্ষের হয়ে শূরা বৈঠক করতে চায় মুহিব্বুল্লাহ বাবুনগরীর বিরুদ্ধে এমন অভিযোগ তোলে হেফজাত আমীর বৈঠক করতে মাদ্রাসায় আসার খবর পেয়ে সকাল থেকে মাদ্রাসা ও মাদ্রাসার বাইরে অবস্থান নেয় শত শত এলাকাবাসী। এর ফলে দিনভর নানা গুঞ্জনের পর বিকেলে হেফজাত আমীরের নিজ মাদরাসা জামেয়া বাবুনগরে শুরা কমিটির বৈঠক করেন। বৈঠকে মাওলানা আলমগীরকে মুহতামিম ঘোষণা দেন। তবে এ শুরা কমিটির বৈঠককে অবৈধ বলে আবারো সংবাদ সম্মেলন করেন আজাদী বাজার মাদরাসা কতৃপক্ষ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com