গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ জানুয়ারি বুধবার দিনব্যাপী তারুণ্যের উৎসব পালিত হয়েছে। এতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। জানা যায়, বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তরুণ তরুণীদের অংশগ্রহণে ১৫টি স্টলে একটি মেলার উদ্বোধনের মধ্যদিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী, যুব সমাবেশ, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহারে উৎসাহ প্রদান, সন্ত্রাস, মাদক ও শব্দ দূষণ বিরোধী প্রচারণা, মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা, তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ উৎসবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা বিআরডিবি সভাপতি ও বিএনপি নেতা সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক রাশেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুনুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ্, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকির মনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী তারুণ্যের উৎসব পালিত হয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সরব উপস্থিতি ছিল দৃশ্যমান।