বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় (১৪ মার্চ) মঙ্গলবার সকাল ১০ টায় শেরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন শেরপুর-ধুনট আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, শেরপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, আওয়ামীলীগ নেতা বদরুল ইসলাম পোদ্দার ববি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, আবু তালেব আকন্দ প্রমুখ। প্রধান অতিথি মো: হাবিবর রহমান মেলার উদ্ধোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে।