কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বাহেরগড়া শাহ সাহেব(রহঃ) মসজিদ মাদরাসা কমপ্লেক্সের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজদের পাগড়ি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ও মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাহেরগড়া শাহ সাহেব(রহঃ) মসজিদ মাদরাসা কমপ্লেক্সের সহ-সভাপতি মোঃ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ এয়াছিন, ইউপি মেম্বার মাসুম শান্ত, মাদরাসার সুপার মাওলানা আমান উল্লাহ, বুড়িচং শ্রীপুর ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল হক, কমপ্লেক্সের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম, বীরচন্দ্রনগর মাদরাসার সাবেক সহ-সুপার মাওলানা আলহাজ¦ আবদুল মান্নান, সলাকান্দি জিসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামছুল হক, বাহেরগড়া শাহ সাহেব ফার্মেসীর স্বত্তাধিকারী ডাঃ আবদুল মমিন, ধনুসাড়া ফাযিল মাদারাসার আরবী প্রভাষক মাওলানা জামাল উদ্দিন, কমপ্লেক্সের সদস্য রফিকুল ইসলাম খোকন, হাফেজ মোঃ আফজাল হোসেন প্রমুখ। আলোচনা শেষে কোরআনে হাফেজ ৫ ছাত্রের মাঝে পাগড়ি ও বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।