বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
তীব্র গরমে কালীগঞ্জে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল স্বাভাবিক মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা জনপ্রিয়তায় এগিয়ে শ্রীপুর পৌরসভার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা রায়পুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী আহমেদের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অব্যাহত পলাশবাড়ীতে প্রচন্ড গরমে ঢোল ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ আনারসের পাতার আঁশ থেকে সিল্ক কাপড় তৈরির শিল্পকে সর্বাত্মক সহযোগিতা করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি রাউজানে পথচারীদের মাঝে যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি এলাকায় টর্নেডো আঘাত হেনেছে। গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে এই টর্নেডো আঘাত হানে, যার স্থায়িত্ব ছিল মাত্র এক মিনিট। তবে এঘটনায় হতাহতের কোনো তথ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
টর্নেডোর আঘাতে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন কালিঞ্চির মধ্যপাড়া, কলোনিপাড়া, গেটপাড়া ও গোলাখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য গাছ উপড়ে পড়েছে। ১৫টিরও বেশি বাড়ি সম্পূর্ণ ভেঙ্গে গেছে, ৩০টিরও বেশি বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। এ সময় কালিন্দী নদীতে ভেসে যাওয়া দুই ব্যক্তিকে নৌ-পুলিশ ও বিএসএফ সদস্যদের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আজগার আলী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ করে কালিঞ্চি ও গোলাখালী এলাকায় টর্নেডো আঘাত করে। এসময় ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া অসংখ্য গাছ উপড়ে রাস্তার উপর পড়ে। বেশ কয়েকটি বাড়িঘর ভেঙ্গে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো অনেক বাড়ি। এতে কলোনিপাড়ার বৃদ্ধা রহিমা বেগম, খোকন এবং মধ্যপাড়ার আজগর আলী বুলু, রেজাউল, অবনী ও ভুপেন মন্ডলসহ ১৫ জনের বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। টর্নেডোর পরপরই ওই এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এতে করে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরো বেড়ে যায়। রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন জানান, টর্নেডোর আঘাতে প্রায় ৪৫টি বাড়িঘর বিধ্বস্ত হলেও কেউ হতাহত হয়নি। হঠাৎ টর্নেডো আঘাতে ১৫টির মত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশ কিছু ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আকতার হোসেন বলেন, প্রবল বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিকেলের মধ্যে তার তালিকা পাওয়া যাবে। তবে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তরা নিরাপদে রয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com