মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডময় জয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস উপহার দিলেন শারমিন আক্তার। গড়েছেন দ্রুততম ফিফটির রেকর্ড। বাংলাদেশও পেল রেকর্ড সংগ্রহ। পরে বোলারদের মিলিত প্রচেষ্টায় আয়ারল্যান্ডের মেয়েদের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানেডেতে আয়ারল্যান্ড ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ২৫৩ রানের লক্ষ্যে স্রেফ ৯৮ রানে গুটিয়ে যায় আইরিশরা। বল হাতে সুলতানা খাতুন নেন ২৩ রানে ৩ উইকেট। ২টি করে শিকার ধরেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার। আয়ারল্যান্ডের তিনজন হন রান আউটের শিকার। তাদের তিনজন যেতে পারেন তিন অঙ্কে। সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার সারাহ ফোরবেস। তৃতীয় ওভারে টানা দুই বলে অধিনায়ক গ্যাবি লুইস ও অ্যামি হান্টারকে ফেরান মারুফা। এরপর সবচেয়ে বড় জুটির দেখা পায় সফরকারীরা। ওরলা প্রেন্ডারগেস্টকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন সারাহ। ওরলাকে (১৯) রাবেয়া খাতুনের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন নাহিদা।
এরপর নিয়িমিত বিরতিতে উইকেট হারায় দলটি। ওরলা আর সারহ ছাড়া দুই অঙ্কের দেখা পান কেবল লরা ডিলানি (২২)। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ। এই সংস্করণে বাংলাদেশের মেয়েদের যা রেকর্ড সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ৩ উইকেটে ২৫০ রান। গত বছরের ডিসেম্বরে এই সংগ্রহ গড়েছিল দল। বাংলাদেশের রেকর্ডে সবচেয়ে বড় অবদান শারমিনের। ১৬ মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নেমে ক্যারিয়ার সেরা ইনিংসে ৮৯ বলে ৯৬ রান করেন তিনি। ৪১ বলে পঞ্চাশ পূর্ণ করেন শারমিন। বাংলাদেশের হয়ে এটিই দ্রুততম ফিফটির রেকর্ড। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করে এতদিন রেকর্ডটি ছিল রুমানা আহমেদের।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেই দেশের প্রথম ফিফটি করেছিলেন শারমিন। প্রায় ১৩ বছর একই দলের বিপক্ষে আরও বড় অর্জনের সম্ভাবনা জাগালেও অল্পের জন্য করতে পারেননি তিনি। ছক্কা হাকাতে গিয়ে ধরা পড়েন বাইন্ডারির কাছে। ইনিংসে চার মেরেছেন তিনি ১৪টি, বাংলাদেশের রেকর্ড এটিও। মুর্শিদা খাতুনের ১২ চার ছিল আগের রেকর্ড। উদ্বোধনী জুটিতে ১১২ বলে ৫৯ রান যোগ করেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দুইবার জীবন পেয়েও বেশি দূর যেতে পারেননি মুর্শিদা। ৫ চারে ৬১ বলে করেন ৩৮ রান। এরপর ক্রিজে গিয়ে শুরু থেকেই রানের গতি বাড়ানোর দিকে মন দেন শারমিন। তার ইতিবাচক ব্যাটিংয়ে ১৭তম ওভারে পঞ্চাশ করা বাংলাদেশের একশতে পৌঁছাতে লাগে আর ১০ ওভার। অন্য প্রান্তে ফারজানা বরাবরের মতোই সময় নিয়ে খেলতে থাকেন। ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটি করতে খেলেন ৯৮ বল। আগামী বছর ভারতে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আইসিসি ওয়ানডে সুপার লিগে আর পাঁচ ম্যাচ বাকী অছে বাংলাদেশের। আয়ারল্যান্ডের পর সুপার লিগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ তিনটি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে আগামী শনিবার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com