নতুন বাংলাদেশ গড়ার লক্ষে “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষ্যে ১৭ই জানুয়ারি শুক্রবার বিকালে কটিয়াদী সরকারি পাইলট স্কুল মাঠে কটিয়াদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বনগ্রাম ইউনিয়ন ৫-৩ গোলে মুমুরদিয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন এর কৃতিত্ব অর্জন করে। রানার্স আপ মুমুরদিয়া ইউনিয়ন। সুশৃংখল এবং প্রাণবন্ত খেলা উপভোগ করেন সহস্রাধিক দর্শক উভয় দলই চমৎকার খেলা উপহার দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল ২টি করে গোল করে সমতায় থাকায় অবশেষে বনগ্রাম ইউনিয়ন পরিষদ টাইব্রেকারে ৫/৩ গোলে মুমুরদিয়া ইউনিয়নকে পরাজিত করে। পরে উপস্থিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাল মোড়ল, এবং অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ।