ফরিদপুরের নগরকান্দায় কোদালিয়া শহীদনগর গণকবরে শহীদদের প্রতি সম্মান নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করেছেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। শনিবার সকালে কোদালিয়া শহীদনগর গণকবরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় পুলিশ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয়। ১৯৭১ সালে কোদালিয়া গ্রামে একই সাথে ২৯ জনকে পাকসেনারা হত্যা করে। আর এই গণকবরেই তাদেরকে একই স্থানে দাফন করা হয়। এখানেই নির্মিত হয় গণকবর স্মৃতি সৌধ। এসময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক, ভাইরাস-চেয়ারম্যান শেখ চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।