শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

স্বাধীনতার ৫২ বছর মুক্তাঞ্চল রৌমারী মুক্তাঞ্চল সরকারি স্বীকৃতিসহ জেলার দাবী

রৌমারী (কুড়িগ্রাম) শওকত আলী মন্ডল
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। প্রত্যেক গ্রামে পাড়ায় মহল্লায় মহল্লায় সংগ্রাম পরিষদ গড়ে তোলো। এর পর আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের যার যা আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করতে প্রস্তত হও। ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিবো। তবু বাংলাকে স্বাধীন করে ছারবো ইনশাআল্লাহ।
স্বাধীনতার ৫২ বছর বাঙালী জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপুর্ণ এবং গৌরবজ্জল ইতিহাস হচ্ছে ১৯৭১ সাল। ইতিহাসের একটি কালো অধ্যায় নৃশংসতম বর্বর সময় হিসেবে চিহ্নিত অধ্যায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৬ সালে কাগমারি সম্মেলন, ১৯৫৮ সালে সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালে গণ আন্দোলন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনসহ এদেশের গণ মানুষের আশা আখাঙ্খা পুরনে প্রতিটি আন্দোলন, সংগ্রামে যে মহান নেতা নেতৃত্বদেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালোরাত্রী ঐ দিন বর্বর পাকিস্তানী বাহিনীর হিং¯্র কালো থাবা তারা সর্বশক্তি দিয়ে ঝাপিয়ে পড়ে সাধারণ নিরস্ত্র নিরীহ বাঙালি জাতির উপর। মেতে উঠে নিধন যজ্ঞে। বাঙালির প্রানপ্রিয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বিন্দু মাত্র অপেক্ষা না করে রাত ১২.৩০ মিটিটে নতুন একটি মানচিত্র বাংলাদেশ নির্মানের নামে স্বাধীনতার ঘোষনা দেন। যার যা কিছু আছে, তাই নিয়ে ঝাপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের হঠাও ঘোষনা শোনার পর সেই থেকেই রৌমারীর কৃষক, শ্রমীকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রৌমারী মুক্তাঞ্চল রেখে এবং সারা বাঙলা স্বাধীন করার লক্ষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সেই থেকেই শুরু হয় ৫ টি ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে রৌমারী, চিলমারী থানার নির্বাচিত এমএলএ সাদাকাৎ হোসেন ছক্কু মিয়া, এমএনএ নূরুল ইসলাম পাপু মিয়ার নেতৃত্বে একটি সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এতে নেতৃত্বদেন নূরুল ইসলাম পাপু মিয়া, সাদাকাৎ হোসেন চক্কু মিয়া, আজিজুল হক সরকার, সরকার নূরুল ইসলাম, ফজলুল হক খাঁন, নিবারন সাহা, নওশের আলী আকন্দ, দিদার মোল্লাহ, চেয়ারম্যান মতিউর রহমান ভাষা সৈনিক রুস্তম আলী দেওয়ানসহ আরো নাম না জানা অনেকেই। রৌমারী, রাজিবপুর ও চিলমারী মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টর ছিল। ১১ নং সেক্টরের খন্ড কালিন নেতৃত্বে ছিলেন জেডফোর্স কমান্ডার মেজর জিয়াউর রহমান ও সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খাঁন। পরে আরো ছিলেন, সুবেদার আলতাফ হোসেন, সুবেদার করম আলী প্রমুখ।
সংগ্রাম পরিষদ নেতৃত্বে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়, যাদুরচর উচ্চ বিদ্যালয় ও টাপুরচর উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৬৫ হাজার মুক্তিযোদ্ধাকে ট্রেনিং গ্রহন করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যুদ্ধে অংশ গ্রহন করেন। ঐ সময় পাক হানাদার বাহিনী গানবোর্ড নিয়ে কয়েক দফা চেষ্টা করেছেন রৌমারী, রাজিবপুর, সানন্দবাড়ী দখল করে নেওয়ার জন্য এবং আর্টিলারি ফায়ার থেকে শুরু করে এমন কোন প্রচেষ্টাবাদ দেয়নি এ মুক্তাঞ্চল দখলে নেয়ার জন্য। কিন্তু রৌমারী বীর মুক্তিযোদ্ধাদের দুর্বার প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী ঢুকতেই পারেনি। বীরমুক্তিযোদ্ধাগণ রৌমারী রাজিবপুরকে মুক্তই রেখে ছিল যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত।
মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এর জন্য একটি চাঁদমারী নির্মান করা হয় যা কালের স্বাক্ষী হিসাবে এখনো দাড়িয়ে আছে। পরবর্তীতে যার বক্ষতে একটি শহীদ মিনার নির্মান করা হয়েছে। মুক্তাঞ্চল হিসাবে রৌমারীতে মুজিবনগর সরকারের সকল প্রকার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এখানে কাস্টমস অফিস, পোষ্ট অফিস, থানা, সিও অফিস, সাব-রেজিষ্ট্রার অফিস, খাদ্য অফিস, শিক্ষা অফিস, হাসপাতাল, সমবায় ও পল্লী উন্নয়ন অফিসসহ সকল অফিসের কার্যক্রম চালু রাখা হয়েছিল। এ অঞ্চলের সর্বস্তরের মানুষ বীরমুক্তিযোদ্ধাদের সকল প্রকার সহযোগীতা করেছেন। এখানে পুরুষদের সাথে তাল মিলিয়ে যুদ্ধ করে ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ মহীয়সী নারী বীর প্রতীক তারামন বিবি ।
মুক্তিযুদ্ধের সময় রৌমারী ৯ জন মুক্তিযোদ্ধা শহীদ হন, শহীদ আবু আসাদ, শহীদ আবুল হোসেন, শহীদ আব্দুল বারী, শহীদ আব্দুল লতিফ, শহীদ আব্দুল হামিদ, শহীদ আব্দুল মজিদ, শহীদ কছিবর রহমান, শহীদ আব্দুল আজিজ খন্দকার ও শহীদ বদিউজ্জামান।
স্বাধীনতার যুদ্ধকালীন সময় স্বাধীন বাংলার পতাকা এখানে কখনোই নমিত হয়নি। এ মাটিতে সর্ব প্রথম স্বাধীন বাংলার বেসামরিক প্রশাসন চালু করা হয়েছিল এবং রৌমারীতে অবস্থান নিয়ে আমেরিকার টেলিভিশন এনবিসি এর টিম,the country made for disarter and date line bangladesh (দি কান্ট্রি মেড ফোর ডির্জাটার এন্ড ডেট লাইন বাংলাদেশ) নামক দুটি সম্প্রচার প্রামান্য চিত্র তৈরী করেছিল, যা বিভিন্ন দেশে সম্প্রচারের মাধ্যমে মুক্তিযুদ্ধকে বেগবান করেছিল। এ মাটিতেই স্বাধীন বাংলার প্রথম মুক্তিফৌজ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। রৌমারী থেকেই স্বাধীন বাংলার সাপ্তাহিক মুখপত্র অগ্রদূত আজিজুল হক সরকারের সম্পাদনায় সাদাকাৎ হোসেন ছক্কু মিয়া এমএলএ ও নুরুল ইসলাম পাপু মিয়া এমসিএর ব্যবস্থাপনায় পৃষ্ঠপোষকতায় প্রকাশিত হতো। যার ফলশ্রুতিতে গত ৩১ আগষ্ট ২০২১ অর্ধ শতাব্দী উপলক্ষে একটি ভ্রাম্যমান প্রদর্শনীও হয়েছে। রৌমারীতে সিও অফিসে বসে প্রথম শ্রেণীর মেজিষ্ট্রেড (এসডিও) আব্দুল লতিফের মাধ্যমে কুড়িগ্রাম মহুকুমা চালু করা হয়েছিল এবং সেই সিও হলরুমটিতে বিচারকার্য পরিচালনার জন্য কোর্টে রূপান্তর করা হয়েছিল। আগষ্টের দিকে মেজর আবু তাহের মুজিব নগর সরকার কর্তৃক ১১ নং সেক্টরের কমান্ডার হিসাবে ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে রৌমারী বেসামরিক প্রশাসন ব্যবস্থাকে জোরদার করেন। ইউনিয়ন কাউন্সিল গুলিতে রিলিফ কমিটি হিসাবে চেয়ারম্যান মেম্বার মনোনয়ন পুনরুজ্জীবিত করে প্রশাসনকে সাহায্য করার জন্য উপদেষ্টা পরিষদ গঠন এবং চালু করা হয়েছিল প্রাথমিক বিদ্যালয়, চিঠি পত্র আদান প্রদানের জন্য চালু হয়েছিল পোষ্ট অফিস। বেসামরিক প্রশাসন ও মুক্তিফৌজের অর্থের প্রয়োজন মেটানোর জন্য হাট-বাজার থেকে টোল আদায়, আমদানী রফতানির কর আদায়, জমির খাজনা আদায় ও জমি বিক্রয় রেজিষ্ট্রেশন ফি করার ব্যবস্থাও করা হয়েছিল। এ জেলায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল শহীদ স্মৃতি ক্লাবের সামনে, তা আজোও চেয়ে আছে স্বাধীনতার স্মৃতি হিসাবে।
কিন্তু দুঃখের বিষয় যে, স্বাধীনতার ৫২ বছর পুর্তি, রৌমারী অঞ্চলটি অদ্যবধি মুক্তাঞ্চল হিসাবে সরকারী স্বীকৃতি পায়নি। মুক্তাঞ্চল হিসাবে রৌমারী রাজিবপুর উপজেলাবাসী দীর্ঘদিন থেকেই বিভিন্ন ভাবে জোরালো দাবী জানিয়ে আসছে। স্বীকৃতি পেলে একদিকে ইতিহাসে যেমন কালের স্বাক্ষী হয়ে থাকবে অন্যদিকে শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে। স্বাধীন বাংলার সার্বক্ষণিক মুক্তাঞ্চল রৌমারী রাজিবপুর উপজেলার জনগণ সকল বিষয়ের উপর শ্রম দিয়ে মুক্তিযুদ্ধকে জয়ের জন্য এগিয়ে দিয়েছিল সেই মুক্তাঞ্চলটি আজও অবহেলিত। উন্নয়নের ছোয়া থেকে অনেকদুর পিছিয়ে। এই বিশাল মুক্তাঞ্চল এলাকাটি আনুমানিক ১ হাজার বর্গমাইল। লোক সংখ্যা প্রায় ৫ লক্ষাধীক।
রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল কাদের সরকার, ডিপুটি কমান্ডার শাহার আলী ও রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার জানান, পাকিস্থানী হানাদার বাহিনী এ অঞ্চলটি দখলের চেষ্টা করলে তা আমরা মুক্তিফৌজের জোর তদারকির মাধ্যমে তাদেরকে পিছিয়ে হঠিয়ে দেয়া হয়। বিভিন্ন স্থানে ক্যাম্প এবং ব্যাংকার নির্মান করে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের মাধ্যমে সেখানে সর্বক্ষণ অবস্থান রেখে দীর্ঘ ৯ মাস যুদ্ধ কালিন সময় আমরা এলাকাটি পাকহানাদার বাহিনীর কড়াল গ্রাস থেকে মুক্ত রেখেছি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী ত্রিশ লক্ষ শহীদ ও তিন লক্ষাধীক মা বোনদের সম্ভ্রম হানির পরে বাঙালি স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বর্বর পাকিস্তানি বাহিনীর আত্ম সর্মাপনের মাধ্যমে বিজয় অর্জিত হয়। পৃথিবীর মানচিত্রে একটি নতুন বাংলাদেশ নামের অভ্যূদ্যয় ঘটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে ফিরে পায় নিজেদের ঠিকানা। তার জন্য আমরা সর্বকালে মাগফেরাত কামনা করি।
বাংলাদেশ নামে নতুন দেশ গঠনের পর কত সরকার যাচ্ছে তার প্রতিদানে আমরা এখনো তেমন কিছু পাইনি। আমরা বারবার সরকারের নিকট আবেদন নিবেদন করে যাচ্ছি এ অঞ্চলটিকে সরকারি ভাবে মুক্তাঞ্চল ঘোষনা করার। আমরা বেচে থাকতে এ ঘোষনার নামটি শুনতে পাবো কি না। তবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মানবতার মা, আমাদের দীর্ঘ দিনের দাবীটুকু ঘোষনার কথাটা শুনে যেন মরতে পারি। তবেই আমাদের আত্মা শান্তি পাবে।
জাকির হোসেন (এমপি) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ছাত্র রাজনীতি থেকে শুরু করে ২০০৮ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় (নৌকা প্রতীকে) বিপুল ভোটে এমপি পদে বিজয়ী হওয়ার পরে জাতীয় সংসদে বারবার প্রধানমন্ত্রীর কাছে দাবী জানিয়ে আসছে, রৌমারী মুক্তাঞ্চলটি মুক্তাঞ্চল হিসাবে স্বীকৃতির জন্য। সেই সাথে আরোও বলেছে, মেহেরপুর জেলার আ¤্রকাননে ১৭ মিনিটের মুজিব নগরের অস্থায়ী সরকারের স্বপথ অনুষ্ঠানকে ঘিরে এবং সম্মান রেখে দু’টি উপজেলা নিয়ে জেলা গঠন করা হয়েছে। অথচ রৌমারী উপজেলা ১১ নং সেক্টরের আওতায় স্বাধীনতার ৯ মাসের যুদ্ধকালিন সময়ে বীরমুক্তিযোদ্ধারা এ এলাকাটি মুক্তাঞ্চল রেখেছে এবং এ মাটিতে ৬৫ হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় গিয়ে মুক্তিযুদ্ধ করেছে। যুদ্ধের প্রশিক্ষণ স্মৃতি হিসাবে চাঁদমারিটি এখনো দাড়িয়ে রয়েছে। এ মাটিতেই মুক্তাঞ্চল হিসাবে মুজিব নগর সরকারের সকল প্রকার বেসামরিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একজন জীবন বাজির সম্মুখ মুক্তিযোদ্ধা হিসাবে একাত্তুরের বঙ্গবন্ধু বর্তমান জাতির পিতা শেখ মুজিবুরের যোগ্য উত্তরাধিকারী মানবতার মা, এদেশ, একটি স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকার, উন্নয়নের ধারক বাহক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট, মুক্তাঞ্চল রৌমারীবাসীর ত্যাগের স্বীকৃতি দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে মুক্তাঞ্চল রৌমারীর একটি অধ্যায় সংযোজন করে মৌলিক অধিকারসহ মুজিব নগরের সমমর্যাদা প্রদানের মধ্যদিয়ে মুক্তাঞ্চলটিকে মুক্তাঞ্চলের স্বীকৃতিসহ রৌমারী রাজিবপুর, চিলমারী, উলিপুর উপজেলার পূর্বাংশ, দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরাংশ সানন্দবাড়ী এবং গাইবান্দার পূর্বাংশ মিলে রৌমারীকে জেলায় রুপান্তরিত করে উন্নয়নের সকল পথকে সুগোম করে এলাকাবাসীসহ আমি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে এ লেখার মধ্যদিয়ে মুক্তাঞ্চলটি মুক্তাঞ্চলের স্বীকৃতিসহ জেলা বাস্তবায়ন করার দাবী পষোন করা হচ্ছে। সংগৃহীত লেখাটি সাবেক ডিপুটি কমান্ডার শাহার আলী কর্তৃক সংশোধিত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com