রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার কাজ করছে। হাতিরঝিল থেকে তিনটি হেলিকপ্টারে করে পানি নিয়ে বঙ্গবাজার মার্কেটে ছিটানো হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ হোস পাইপ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে পানি ছিটাচ্ছেন। আগুন ছড়িয়ে পড়েছে এনেক্সকো ভবনসহ পাশের কয়েকটি ভবনে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, বিজিবি সেনা ও বিমানবাহিনীর ৫০টি ইউনিট কাজ করছে। সকাল সোয়া ৬টায় লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্তব্যরত সদস্যরা।
আগুনে বঙ্গবাজার মার্কেটের প্রায় চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুইজন সদস্য আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ফুলবাড়িয়ার ফায়ার সার্ভিসের স্টেশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
ওদিকে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।