পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন তারুণ্য উৎসব-২৫ এর চলমান ক্রীড়া পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলি, কাবাডি সহ বিজ্ঞান ও প্রযুক্তি কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে গত শুক্রবার রাতে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান উপস্থিত থেকে খেলোয়ার-শিক্ষার্থীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল, ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের অধ্যক্ষ নাহিদ আক্তার, জামায়েতের উপজেলা আমির ডাঃ মোঃ জাকির হোসেন, গণ-অধিকারের উপজেলা আহবায়ক মোঃ হাফিজুর রহমান, জেলা গণ-অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মহিবুল্লাহ প্রমুখ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য ও সঞ্চলনা করেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। অনুষ্ঠানে ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে মোঃ মাসুদ, বিশ^জিৎ রায়, সাজ্জাদুর রহমান রিয়াদ, হাবিব বিশ^াস সহ শত শত ক্রীড়ামোদী খেলোয়ার ও শিক্ষার্থীরা অংশ নেয়।