চলছে রমজানের বিশেষ নামাজ। সেই নামাজ আবার সরাসরি সম্প্রচারিতও হচ্ছে। তবে এরইমধ্যে একটি বিড়াল এসে ইমামের শরীর বেয়ে উঠতে শুরু করে। আর সেটি সরাসরি দেখছিলেন বিশ্বের হাজার হাজার মানুষ। তবে বিড়ালটিকে ঝেড়ে ফেলে দেননি ওই ইমাম। তিনি উল্টো সেটিকে এক হাতে সাহায্য করছিলেন যাতে সেটি বেয়ে বেয়ে উঠতে পারে। সেই ভিডিও পরে ছড়িয়ে পড়েছে গোটা ইন্টারনেটজুড়ে।
বিবিসি জানিয়েছে, ওই ভিডিওটি আলজেরিয়ার বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের। ওই ইমামের নাম ওয়ালিদ মেহসাস। তিনি আবু বকর মসজিদে এসময় তারাবীর নামাজ পড়াচ্ছিলেন। নামাজের মধ্যেই বিড়ালটি এসে হাজির হয় এবং ওয়ালিদের শরীর বেয়ে উঠতে থাকে। এরপর এক পর্যায়ে এটি তার কাঁধে গিয়ে স্থির হয়। এ সময় কোনো বিরক্তবোধ করেননি ইমাম। বরং তিনি বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করেন। এমনকি ইমামের গালেও মুখ লাগায় বিড়ালটি। এরপর অবশ্য বিড়ালটি নিজেই কাঁধ থেকে নেমে যায়।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিও। টুইটার ও ফেসবুক পোস্টের নিচে হাজার হাজার মানুষ ওই ইমামের প্রশংসা করছেন। বিড়ালের প্রতি তার স্নেহ সবাইকে মুগ্ধ করেছে। যেই ভিডিওটি দেখেছেন তিনিই শেয়ার করেছেন। ফলে মুহূর্তে গোটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।