রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে অনুষ্ঠিত হলো মনমাতানো ক্লাস পার্টি। সহ-পাঠক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে হৈ চৈ আর আনন্দে মাতোয়ারা ক্লাস পার্টির উদ্বোধন করেন কলেজের সম্মানিত রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া। গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত ক্লাস পার্টির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক মো. জাকিদুল ইসলাম, প্রভাষক মোস্তাকিয়া মাহমুদা পারভীন এবং ক্লাস পার্টি-২০২৪ আয়োজনের আহবায়ক ড. অমর কান্তি চাকমা। প্রাণবন্ত এই সহ-পাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করেন কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ। ক্লাস পার্টি-২০২৪ এর উদ্বোধন প্রাক্কালে কলেজের রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া বলেন, ‘বছরের পুরো সময় আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা অতিবাহিত করে গতানুগতিক ক্লাস, পরীক্ষা আর নানাবিধ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। আজকের দারুণ এই দিনটি আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই ব্যতিক্রম কারণ এখানে তারা সুযোগ পাবে মেলবন্ধন আর মনন বিকাশের।’ রেক্টর বলেন, কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে তার প্রিয় বিদ্যায়তন ও শিক্ষার পরিবেশকে আনন্দময় করে তুলতে সহ-পাঠক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস পার্টির আয়োজন; যা তাদের জড়তা দূর করে এবং আত্মবিশ্বাসী হতে সহায়তা করে।