দিনাজপুরের হিলি বাজারে তিন দিনের ব্যবধানে কেজি প্রতি ৭ টাকা বেড়েছে দেশী পেঁয়াজের দাম। বর্তমানে প্রতি কেজি দেশী পেঁয়াজ কেজি প্রতি ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত তিন দিন আগে বিক্রি হয়েছিলো ২৫ টাকা কেজি দরে। সরবরাহ কমের কারনে বেড়েছে দাম বলছেন ব্যবসায়ীরা। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে দাম অনেকটাই কমে যেতো, বলছেন ব্যবসায়ীরা দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষ। শনিবার (৮ এপ্রিল) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে পেঁয়াজ কিনতে জিন্নাত আলী বলেন, আমার ছোট একটি খাবারের হোটেল আছে। সেখানে প্রতিদিন বিভিন্ন খাবার তৈরীর জন্য বেশ কিছু পেঁয়াজের প্রয়োজন হয়। প্রতি সপ্তাহের জন্য ১৫ কেজি পেঁয়াজ আমি কিনে থাকি। আজকে বাজারে এসে দেখি পেঁয়াজের দাম কেজি প্রতি ৭ টাকা করে বৃদ্ধি পেয়েছে। দেশের কৃষকদের কথা চিন্তা করা গত ১৫ই মার্চ থেকে ভারত হতে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা ফেরদৌস রহমান বলেন, দেশের কৃষকরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন, যার ফলে আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে দেশী পেঁয়াজের দাম অনেকটাই কমে যেতো। আমদানি বন্ধ থাকার কারনে দেশী কৃষকরা ইচ্ছে মতো দাম নিচ্ছেন। আমরা ব্যবসায়ীরা নাটোর, পাবনা, ঈশ্বরদী, বিরামপুর থেকে পেঁয়াজগুলো কিনে এনে হিলি বাজারে বিক্রি করছি।