৮ বছরের হাসি। মায়ের আঙ্গুল ধরে এসেছেন গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সেখানে দাঁড়িয়েই কথা হয় হাসির সাথে। কেন এবং কোথা থেকে এসেছো ? এমন প্রশ্নের জবাবে হাসির হাসি মাখা মুখে সাদামাটা উত্তর বালিগাঁও গ্রাম থেকে নতুন জামার জন্য এসেছি। শুধু হাসি নয় কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর গ্রাম থেকে এসেছে ৭ বছরের খুশিও। সেও এসেছে নতুন জামার জন্য। হাসি-খুশির মত আরো অনেক শিশু কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসেছে নতুন জামার জন্য। আর এই নতুন জামাতেই হবে তাদের এবারের ঈদ। জানা গেছে, বাংলা নববর্ষ ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে পৌরসভার ভাদার্ত্তী, দুবার্ট ও বালীগাঁও গ্রামের ৩টি স্থানে স্থানীয় বিভিন্ন বয়সী প্রায় ৩ শতাধিক আসহায় ও দুস্থ শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়। এ সময় কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জি. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদ, সহ সভাপতি এ্যাড. আতিকুর রহমান ভুঁইয়া, কোষাধ্যক্ষ এ্যাড. মুহাম্মাদ রাশিদুল হাসান রুবেল, দপ্তর সম্পাদক আশরাফুল হক সোহেল, আইটি সম্পাদক নাজমুল হোসেন ও সদস্য মোশাহেদা মুশি। এছাড়াও সংগঠনের অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।