বিভেদ ভুলে মানুষের পাশে দাঁড়াই, আর্ত-মানবতার স্বার্থে চলো হাসি ছড়াই। শ্রেণি-বৈষম্য দূর করে পেশাজীবি মানুষের গল্প শুনতে গঙ্গাচড়ায় সামাজিক সংগঠন চলো হাসি ছড়াই এর আয়োজনে অর্থনীতির চাকা যারা, কেমন কাটালো ঈদ তারা এ শ্লোগানকে উপজীব্য করে বিভিন্ন শ্রেণি পেশাজীবি মানুষের সাথে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ২৬ এপ্রিল বুধবার বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত অনুষ্ঠিত হয় ঈদ আড্ডা। ঈদ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ। কর্মসূচীর মধ্যে ছিলো অতিথিদের জীবন কথা ও আড্ডায় মাটির মাটির গান, তিস্তা নদীতে নৌকা ভ্রমণ। মহিপুর বাজারের (শেখ হাসিনা সেতু) পূর্ব প্রান্তে বিজয় বাঁধের কোনায় তিস্তা নদীর কোল ঘেষে মনোরম পরিবেশে গাছের নিছে বাঁশের টঙ বানিয়ে সেখানে অতিথিদের বসার ব্যবস্থা করা হয়। পুরাতন দিনের ল্যাম্প ও হারিকেনের আলোতে আলোকিত করা হয় অনুষ্ঠানস্থল। আর চার পাশে টাঙানো হয় পুরাতন দিনের কারুপণ্য। ব্যতিক্রম এ অনুষ্ঠানে চলো হাসি ছড়াই এর সভাপতি আদনান সামীর নানা প্রশ্ন আর সামাজিক সংগঠক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন ও আব্দুল মুনঈমের সঞ্চালনায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, প্রশাসেনর প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর প্রতিনিধি হিসেবে ডাঃ জীবন রুবাইয়াত, জেলা পর্যায়ের গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, শিক্ষক প্রতিনিধি হিসেবে গঙ্গাচড়া সরকারি কলেজের প্রভাষক নবকৃষনো, বীর মুক্তিযোদ্ধার পক্ষে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, নজরুল ইসলাম, নারী প্রতিনিধি হিসেবে নারীনেত্রী আঞ্জুমানারা বেগম মিনি, জেলেদের প্রতিনিধি হিসেবে নুরুজ্জামান, তাঁতিদের প্রতিনিধি হিসেবে আলমগীর হোসেন, কৃষকের প্রতিনিধি হিসেবে মুকুল মিয়া, তৃণমূল পর্যায়ে গণমাধ্যম কর্মী হিসেবে গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্নসম্পাদক আব্দুল বারী স্বপন, তরুণ সমাজ কর্মী হিসেবে চলো হাসি ছড়াই সংগঠনের সাবেক সভাপতি গোলাম সারওয়ার উৎসব, তিস্তার চরে এনজিও পরিচালিত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষক রওনক জাহান উপস্থিত হয়ে ঈদ আড্ডায় কেমন কাটালো ঈদ এর গল্প শোনান। ঈদ আড্ডার এ ব্যতিক্রম অনুষ্ঠানের মূলমঞ্চের চার পাশে গ্রামের নানা শ্রেণি পেশার মানুষজন চেয়ারে বসে অনুষ্ঠান উপভোগ করেন। আড্ডায় গল্পের মাঝে মাঝে অতিথিদের লাল চায় চাঙা করেন চলো হাসি ছড়াই এর সদস্যরা। অনুষ্ঠান শেষে সকল অতিথিদের শুভেচ্ছা স্বারক দিয়ে সম্মানিত করেন চলো হাসি ছড়াই সংগঠনের পক্ষে সভাপতি আদনান সামী।