রংপুরের গঙ্গাচড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ভুট্টা ক্ষেতে আগুন। ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা থানায় অভিযোগ। ঘটনাটি ঘটেছে গত ১০ মে দপুরে উপজেলার বাগডহরা মিনার বাজার এলাকায়। অভিযোগে জানা যায়, উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা গ্রামের আসাদুল এর ছেলে আব্দুর রহিম(৩৬) তার প্রতিবেশী ভাতিজা বেলাল মিয়ার বাড়ি হতে এক কিলোমিটার দুরে উত্তর দিকে জনৈক সবুর আলী, নজরুল ইসলাম, ফজরুল ইসলাম গণের নিকট হতে এক একর জমি এবং রফিকুল ইসলাম এর নিকট হতে এক একর মোট দুই একর জমি বন্ধক নিয়ে চলতি মৌসুমে ভুট্টা চাষাবাদ করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের রজব উদ্দিনের ছেলে মিজানুর রহমান(২৮) গঙ্গাচড়া উপজেলার চর বাগডহরা মিনার বাজার গ্রামের সোলায়মান আলীর ছেলে মাহাবুব ইসলাম পেচা(২৬), আব্দুল হালিম ঢাল্লা(২৪), আব্দুল্লাহ(২২) এবং আব্দুল কাদের এর ছেলে পাপ্পু মিয়া(৩০) সবাই মিলে আব্দুর রহিমের বন্ধকী ভুট্টা ক্ষেতে আগুন লাগিয়ে দেয়। তাতে প্রায় দুই একর জমির উৎতি ফসল ভুট্টা আগুনে পুরে যায়। ঘটনাস্থলে দ্রুত আব্দুর রহিমসহ এলাকার লোকজন এসে ভুট্টা ক্ষেতের আগুন নিভিয়া ফেলে। আব্দুর রহিম জানান, মিজানুর রহমানসহ তার লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই জমি ভুট্টা চাষাবাদ করতে দিবে না বলে প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এলাকাবাসী আসরাফ, আলেফ উদ্দিন, রফিকুল, মাহবুল, এজাবুল, আঃ আলীম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মিজানুর রহমানসহ তার লোকজন আব্দুর রহিমের উৎতি ভুট্টা ক্ষেতে আগুন লাগিয়েছেন। তাতে প্রায় ৪ লাখ টাকার ভুট্টা নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে আব্দুর রহিম বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মিজানুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এসআই মোয়াজেম আব্দুর রহিমের ভুট্টা ক্ষেতে আগুন লাগানোর সত্যতা স্বীকার করেছেন।