কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন জালালপুর গ্রামে জমি সংক্রান্ত বিরুদের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার ১৩ ই মে দুপুরে জেলা সদরের স্থানীয় একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোছাঃ জুলেখা খাতুন বলেন, তার শশুর ও স্বামীর সাথে প্রতিবেশীর প্রায় দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধের জেরে তার স্বামী ও শ্বশুরকে বাক বিতন্ডায় এক পর্যায়ে তার শিশু সন্তানসহ শারীরিকভাবে হেনস্থা করে। এর আগেও কয়েকবার তাদের উপর হামলা চালানোর পরেও এলাকাবাসীর কাছে বিচার চেয়ে বিচার পায়নি ভুক্তভোগীর পরিবার। এসময় ভুক্তভোগী পরিবারের মোঃ কাজল মিয়া বলেন, প্রতিপক্ষ মোঃ ফাইজুল ও তার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে প্রায় ১২ বছর যাবত। ফাইজুল এর কাছে ২৫৩ শতাংশ জায়গা পাবেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মোঃ কাজল মিয়া। তার ছোটভাই আল আমিনের বউ এর উপর প্রতিপক্ষের হামলা করায় বিচার চান সংবাদ সম্মেলন। সেই সাথে তার বাপ দাদার পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও এলাকাবাসিসহ ইলেকট্রনিকস, প্রিন্টমিডিয়ার সাবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।