গাইবান্ধা জেলা পুলিশ ট্রাফিক বিভাগ পলাশবাড়ীর আয়োজনে মোটর সাইকেল চালক ও সহযাত্রীদের হেলমেট পরিধান সহ মোটর সাইকেলে ৩ জন না চলাচল প্রসঙ্গে সচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ গতকাল সোমবার রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয়। মোটর সাইকেল চালকদের হেলমেট পরিধানের উপর এবং যানজট এড়িয়ে সাবধানতার সাথে মহাসড়কে চলা বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়। এ সময় চালকদের প্রতি সতর্কতা ও ধীর গতিতে মোটর সাইকেল চালানোর পরামর্শ প্রদান করেন। গাইবান্ধার পলাশবাড়ীতে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর শাহ আলম, সার্জেন্ট নূরে শেফা, ট্রাফিকের এ.এস.আই আতোয়ার রহমান, ট্রাফিক কনষ্টবল রেজানুর রহমান, হাসান আলী উপস্থিত ছিলেন। এ সময় তারা আরো বলেন, ওভারটেকিং নিষিদ্ধ এলাকায়, রাস্তার বাঁকে, সরু ব্রীজে ওভারটেকিং করবেন না, গাড়ি চালনাকালে ইয়ারফোন ও মোবাইল ফোনে কথা বললেন না, গতিসীমা লংঘন/অতিক্রম করে গাড়ি চালাবেন না, মাদকদ্রব্য সেবন করে কিংবা ঘুম-ঘুম ভাব হলে গাড়ি চালাবেন না, একটানা পাঁচ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, সড়ক পরিবহন আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন, গাড়িতে অতিরিক্ত যাত্রী বা মালামাল তুলবেন না, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না, নৈশ-কোচের চালকগণ মাঝপথে যাত্রী তুলবেন না, সিটবেল্ট বেঁধে গাড়ি চালাবেন এবং যত্রতত্র গাড়ি না থামানোরও পরামর্শ প্রদান করেন।