আসন্ন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানরা। যদিও সিরিজটি মাঠে গড়াবে দুই ভাগে। প্রথমভাগে একমাত্র টেস্ট খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে পা রাখবে রশিদ খানের দল। ১০ জুন বাংলাদেশে এসে ১১, ১২ ও ১৩ তারিখে অনুশীলন করবে আফগানিস্তান দল। অতঃপর ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। অতঃপর এরপর ১৯ জুন বাংলাদেশ থেকেই ভারত সফরে যাবে তারা।
ভারত থেকে ফের ১ জুলাই আবারো বাংলাদেশে আসবে আফগানিস্তান। এবার সিরিজের বাকি ম্যাচগুলো খেলবে তারা। যেখানে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। আর ১৪ ও ১৬ জুলাই সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামে গড়বে দুটি টি-টোয়েন্টি।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি: টেস্ট : ১৪ জুন, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ১ম ওয়ানডে : ৫ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ২য় ওয়ানডে : ৮ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৩য় ওয়ানডে : ১১ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ১ম টি-টোয়েন্টি : ১৪ জুলাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২য় টি-টোয়েন্টি : ১৬ জুলাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।