ফরিদপুরের সদরপুরের ৭১ এর গণহত্যায় ১২ জন শহীদ হলেও স্বাধীনতার ৫৩ বছরেও তাদের স্বীকৃতি মিলেনি। এদিকে স্বীকৃতি না থাকায় শহীদ পরিবারগুলো অদ্যাবধি কোন ধরণের সাহায্য সহযোগীতা কিংবা অনুদান পায়নি। যে কারনে তাদের অর্থকষ্টের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে। জানা যায়, পাক-হানাদার বাহিনী ১৯৭১ সালের ১৮ মে (৩ জৈষ্ঠ) সোমবার কৃষ্ণপুরে ৯জন ও ১৯ মে (৪ জৈষ্ঠ) সকালে উপজেলার সাড়ে সাতরশি বাজারে আক্রমণ করে ৩ জন হিন্দু সম্প্রদায়ের লোকদের নির্মমভাবে হত্যা করে। উক্ত শহীদদের অবদান সদরপুরবাসীর স্মরণে আছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোন কর্মসূচি পালন করতে দেখা যায় না। কৃষ্ণপুরে নিহতদের স্মরণে ২০২০ সালে হাটকৃষ্ণপুর বাজারের সন্নিকটে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। তবে সাড়েসাত রশি বাজারে নিহতদের স্মরণে এখনও স্মৃতিসৌধ নির্মিত হয়নি। কৃষ্ণপুরে নিহতরা হলেন শহীদ সুবর্ণ মিত্র(৩৫), শহীদ মিহির মিত্র(১২), শহীদ কৃষ্ণা দাসী সাহা(৬৫), শহীদ ভূপতি সাহা(৪০), শহীদ ননী সাহা(৪৬), শহীদ হরিপদ সাহা(৭০), শহীদ মলিন শীল(২২), শহীদ অলোক সাহা(১৫), অজ্ঞাত(৩৫)। অপরদিকে সাড়ে সাতরশি বাজারে যারা শহীদ হয়েছিলেন, শহীদ জগদীশ চন্দ্র ভৌমিক, শহীদ কালিপদ সরকার ও বিষ্ণুপদ বনিক।