বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার বি-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষাগ্রহণ শুরু হয়। বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ২২০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুপুর ১২.০০টায় শুরু হয়ে দুপুর ১.০০টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করে পরীক্ষাগ্রহণকে নির্বিঘœ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবার সহ সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ্য সারাদেশে জিএসটি গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে বি-ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩টি (এ, বি, সি) ইউনিটে সর্বমোট ৭৬৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। শান্তিপূর্ণ পরিবেবের মধ্য দিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে গত কয়েক দিন ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন দপ্তর, জনপ্রতি, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক করেছেন। শনিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য অধ্যাপক ড শাহ আজম শান্তনুকে ধন্যবাদ জানিয়েছে শাহজাদপুরবাসী। এ পরীক্ষাকে কেন্দ্র করে শান্তিপুর্ণ পরিবেশ বজার রাখার লক্ষ্যে শহরের মোড়ে মোড়ে বিপুল পরিমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com