নওগাঁর বদলগাছী উপজেলা মডেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক,টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাহিদ সুলতানা মল্লিক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ফ্লোরা বিলকিস জাহান। ২৩ মে সকাল ১০ টায় তাঁরা বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে পৌঁছলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক তাঁদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মহির উদ্দিন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন। অতিথি গণ এই মডেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং ব্যতিক্রম এই হাসপাতালের সেবা কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। সেইসাথে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক কে ধন্যবাদ জানান। উল্লেখ্য, বাংলাদেশের মধ্যে প্রথম এই ভেটেরিনারি হাসপাতালে ছুটির দিন সহ ২৪ ঘন্টা পশু-পাখির জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। অতিথি গণ বলেন,প্রাণিজ সম্পদের উপর আমরা প্রত্যেকেই নির্ভরশীল। কাজেই তাদের ২৪ ঘন্টা চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব।