পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৩মে সকাল দশটায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোমুগ্ধকর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি মোঃ মহসিন, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সজল দাস, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ শাহআলম, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন সানু ঢালী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। এসময় সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মস্তোফা। উল্লেখ্য ১৯৭৩ সালের ২৩মে জাতি সংঘের সাধারণ শান্তি পরিষদে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে এই পদকে ভূষিত হন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।