শেরপুরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ মে বিকেলে জেলা শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এক বর্নাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাজুসের সাবেক সভাপতি ও চেয়ারম্যান এবং ¯ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং ডাঃ দিলীপ কুমার রায়। বাজুস নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালাদেশ প্রতিদিন পত্রিকার বিজনেস এডিটর মোঃ রহুল আমিন রাসেল, বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রিপনুল হাসান, কার্য নির্বাহী সদস্য পবিত্র চন্দ্? ঘোষ, বাজুস শেরপুর জেলা সবগঠিত কমিটির সভাপতি ইলিয়াস আলী ও সাধারন সম্পাদক সজল কর্মকার। প্রধান অতিথির বক্তব্যে বাজুসের সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায় বলেন, বাজুস শেরপুর জেলা কমিটির আজকে যে অভিষেক হলো তারা আগামী দুই বছর শেরপুর জেলা কমিটির দায়িত্ব পালন করবেন। তিনি প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীকে সততা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসা করার জন্য আহ্বান জানান। ব্যবসায়ীরা ব্যবসায় লাভ করবেন। তবে কোন ব্যবসায়ী যেন গ্রাহকদের প্রতিরিত না করেন কিম্বা অসততার সঙ্গে ব্যবসা না করেন তার জন্য সকল স্বর্ণ ব্যবসায়ীকে সতর্ক করে দেন।