কেশবপুর সদর, ত্রিমোহিনী, হাসানপুর ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট স্ব স্ব ইউনিয়ন পরিষদে ঘোষণা করা হয়েছে।
কেশবপুর সদর ইউনিয়ন
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে। কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবিরের পরিচালনায় ২৯ মে সকালে সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা । বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭ শত ২৪ টাকা, ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ৯৯ হাজার ৫ শত ৫৩ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৪৪ হাজার ১ শত ৭১ টাকা। বাজেট আলোচনায় অংশ নেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সংরক্ষিত ইউপি সদস্য রাশিদা বেগম, শাহানাজ বেগম, নাজমা সুলতানা, সাধারণ ইউপি সদস্য কামাল হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, এ কে এম রেজওয়ানুর রহমান, রাশেদুল ইসলাম লিটন, কামরুজ্জামান কামাল, স্বরজিৎ দাস, শহীদ কামাল মিঠু প্রমুখ।
ত্রিমোহিনী ইউনিয়ন
কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ২৯ মে দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করেন ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৭৫ লাখ ০৪ হাজার ৮ শত ২৪ টাকা, ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৭২ লাখ ৩০ হাজার ৮ শত ২৪ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ২ লাখ ৭৪ হাজার টাকা। উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ মন্টু, সংরক্ষিত ইউপি সদস্য মঞ্জুয়ারা বেগম, ফাতেমা সুলতানা ও সাবানা খাতুন, সাধারণ ইউপি সদস্য নজরুল ইসলাম, আনারুল ইসলাম, মহির উদ্দিন, আজিজুর রহমান, আনোয়ার হুসাইন, আলমগীর সিদ্দিক, শহিদুল ইসলাম, ইলিয়াস সবুজ প্রমুখ।
হাসানপুর ইউনিয়ন
কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে। হাসানপুর ইউনিয়ন পরিষদের সচিব মিনারুল ইসলামের সঞ্চালনায় ২৮মে সকালে হাসানপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করেন হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান। বাজেটে ২০২৩-২৪ অর্থ বছরে আয় দেখানো হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার টাকা ও ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৪৫ লাখ ১২ হাজার টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৫৫ হাজার টাকা। বাজেট আলোচনায় অংশ নেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সংরক্ষিত ইউপি সদস্য সাজেদা খাতুন, জাহানারা খাতুন ও রুবিয়া খাতুন, সাধারণ ইউপি সদস্য এস এম হেকমত আলী, কামরুজ্জামান, বুলবুল আহম্মেদ, আশরাফুজ্জামান, কল্লোল কুমার দাস, আব্দুর রশিদ, নূরনবী সামদানী, আরফাজুল সরদার, আতিয়ার রহমান প্রমুখ।
সাতবাড়িয়া ইউনিয়ন
কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ২৮ মে দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রভাত কুমার সিংহ এর পরিচালনায় সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করেন সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৭১ লাখ ০৬ হাজার ৫ শত ৯৯ টাকা, ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৩ শত ৪৯ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ২ শত ৫০ টাকা। উন্মুক্ত বাজেটে অংশ নেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সংরক্ষিত ইউপি সদস্য রাবেয়া বেগম, শেফালি বেগম ও মাসুদা খাতুন, সাধারণ ইউপি সদস্য আব্দুস সবুর, আব্দুল মান্নান গাজী, শেখ আসাদুল্লাহ, শামসুর রহমান, আব্দুস সাত্তার, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ফারুক হোসেন জাকারিয়া, আজিজুর রহমান প্রমুখ।