পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন। ২০১৩ সালে পৌরসভার সীমানা জটিলতার মামলায় নির্বাচন স্থগিত হলে প্রায় ১৪ বছর পর ঘোষিত তপছিল অনুযায়ী এ পৌরসভায় আগামী মঠবাড়িয়া ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রবীণ এ আওয়ামীলীগ নেতাকে নৌকার মনোনয়ন দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানাগেছে। এর আগে প্রবীণ এ আওয়ামীলীগ নেতা দুইবার মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে পরাজিত হন। জানা গেছে, আফজাল হোসেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর তিনি বাকশাল রাজনীতির সাথে যুক্ত হন। বাকশাল বিলুপ্তির পর তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত হন। ৯০ দশকে এরশাদ বিরোধি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে স্থানীয় আওয়ামীলীগের কাউন্সিলে তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। টানা দুইবার এ পদে তিনি দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০১৫ সালে মঠবাড়িয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলের দু:সময়গুলোতে একজন ত্যাগী আওয়ামীলীগ নেতা হিসেবে সর্ব মহলে পরিচিত। তবে এ পৌরসভার দুটি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে পরাজিত হন। এছাড়া ২০০৮ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হন। তবে আগামী ১৭ জুলাই এ পৌরসভায় নির্বাচনে এবার তিনি দলীয় মনোনয়ন লাভ করেন। উল্লেখ্য, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি মঠবাড়িয়া পৌরসভা গঠিত হয়। ২০ হাজার ভোটার সংখ্যার এ পৌরসভা ক শ্রেণীভূক্ত প্রথম শ্রেণীর পৌরসভা। ২০১১ সালের ১৩ জানুয়ারি সর্বশেষ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৩ সালে পৌরসভার সীমানা নির্ধারণী মামলার জটিলতায় পরে নির্বাচন স্থগিত হলে তিনদফা প্রশাসক নিযুক্ত করে পৌরসভার কার্যক্রম চলে আসছিলো।