মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
তিস্তা মেগাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের বিশাল পদযাত্রা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় হেফাজত ইসলামের কাউন্সিল গুণিজন সমাবেশ শাহজাদপুরে জ্বিন হাজির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বাংলাদেশের সম্প্রীতির সুদীর্ঘ ঐতিহ্য রক্ষায় নাগরিক সচেতনা সেমিনার নগরকান্দায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গায় সেড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন সদরপুরে ২ মণ জাটকা ইলিশ জব্দ: মৎস ব্যবসায়ীকে জরিমানা কালিয়ায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নরসিংদীতে গ্রীনএগ্রো ফার্মে শতভাগ প্রাকৃতিক উপায়ে পরিচর্যায় কোরবানির জন্য ১৫০টি গরু ও মহিষ প্রস্তুত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো “নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের চরমধুয়া গ্রীণ এগ্রো ফার্ম কোন ধরনের রাসায়নিক ও মানব দেহের জন্য ক্ষতিকর ঔষুধ প্রয়োগ ছাড়াই সর্ম্পূণ শতভাগ প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত গরু কোরবানির জন্য সর্ম্পূণ দেশীয় পদ্ধতিতে উন্নতজাতের দেশীয় খাবারের মাধ্যমে গরু লালন পালন করা হচ্ছে। গ্রীন এগ্রো ফার্মে ৯শত কেজি থেকে ২শত কেজি ওজনের গরু পাওয়া যাচ্ছে যা ক্রেতাদের পছন্দনীয়, মাঝারী সাইজের গরু প্রতি কেজি ৫শত টাকা এবং বড় সাইজের গরু ৫শত ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অন্যান্য বছরের ন্যায় এ বছরও গরু খুচরাও পাইকারী কোরবানির জন্য গ্রীন এগ্রো ফার্ম থেকে সরাসরি ক্রয় করতে প্রতিদিন ক্রেতারা ভিড় করছেন। গ্রীণ এগ্রো ফার্ম এর মালিক আহসান সিকদার বলেন, আমাদের ফার্মে ৯শত কেজি থেকে ২শত কেজি ওজনের গরু পাওয়া রয়েছে। শতভাগ প্রাকৃতি উপয়ে কোরবানীর গরু প্রস্তুত করা হচ্ছে। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের চরমধুয়া গ্রীণ এগ্রো ফার্মের মালিক আহসান সিকদার এর প্রচেষ্টায় সর্ম্পূণ প্রাকৃতিকভাবে স্বাস্থ্যসম্মত ১৫০টি বড় গরু ও ১১টি মহিষ কোরবানির জন্য প্রস্তুত করেছেন। গ্রীণ এগ্রো ফার্ম ২০১৪ সাল থেকে যাত্রা শুরু করে দেশ-বিদেশী ক্রেতাদের আস্তা অর্জন করেছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা পর্যায়ে বড় গরু পালন করে প্রথম স্থান লাভ করে পুরস্কৃত হয়েছেন গ্রীণ এগ্রো ফার্মের মালিক আহসান সিকদার। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো নরসিংদীর খামারীরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে স্বাস্থ্য সম্মত গরু ,মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজা করছেন। শেষ মূহূর্তে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন গ্রীণ এগ্রো ফার্ম এর লোকজন। গ্রীণ এগ্রো ফার্ম মানুষের চাহিদা অনুযায়ী ১ লক্ষ টাকা থেকে শুরু করে ৯ লক্ষ টাকার মূল্যের গরু প্রস্তুত করা হয়েছে। প্রত্যেকটি গরুকে কাঁচা ঘাস, খড়, তিলের খৈল, ছোলার খলৈ, মসুুরী ডালের খৈল, মটরসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে। সর্ম্পূণ প্রাকৃতিকভাবে স্বাস্থ্যসম্মত এসব গরু মোটাতাজা করা হয়েছে। দেশীয় গরুর চাহিদা থাকায় এর মধ্যে প্রতিদিন খামার পরর্দিশনে আসছেন ক্রেতারা। এ খামার থেকে গরু ক্রয় করে কোরবানী দিতে আগ্রহ প্রকাশ করছে অনেক ক্রেতারা। অন্যান্য বছরের ন্যায় এ বছরও বিভিন্ন গরুর পাইকার ও কোরবানি ওলারা গ্রীন এগ্রো ফার্মে থেকে গরু ক্রয় করছেন। প্রায় অর্ধেক গরু খামারেই বিক্রি হচ্ছে। গ্রীন এগ্রো ফার্মের গরু বাজারেও অনেক চাহিদা রয়েছে। তবে এবার ঈদে বিদেশী গরু র্সম্পূণরূপে আমদানী বন্ধ করা হলে দেশীয় খামারীরা এবার ঈদে লাভবান হবে। এছাড়া এবছর ভাল বিক্রি হলে আগামীতে গরু খামারের মাঝারী ও ক্ষুদ্র উদ্যোক্তরা আরো খামার তৈয়রী করতে আগ্রহী হবেন। তিনি আরো বলেন, গ্রীন এগ্রো ফার্মের লাভের একটি অংশ এলাকার সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের জন্য সাহায্য সহযোগিতার কাজে ব্যায় করা হচ্ছে। গ্রীন এগ্রো ফার্ম সব সময় যাতে অসহায় মানুষের পাশে থাকতে পারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। যোগাযোগর জন্য মোবাইল ০১৭২৬-৮০১-৬৪৭।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com